দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাওকে যদি বলা যায় একটি কবুতরের মূল্য দেড় কোটি তাহলে সে পাগল বলে অভিহিত করবেন। কিন্তু ঘটনাটি আসলেও সত্যি। একটি কবুতরের দাম প্রায় দেড় কোটি টাকা!
এমন দামি একটি কবুতরকে খুঁজছে জার্মান পুলিশ। ওই একটি কবুতরের দাম ১ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশী টাকায় দাঁড়ায় ১ কোটি ৪৩ লাখ ৯৪ হাজারের মতো।
ওই কবুতরটি সম্প্রতি চুরি হয়েছে। তাই জার্মান পুলিশ ওই কবুতরকে খুঁজছে। আবার কেও যদি এই কবুতরের সন্ধান দিতে পারেন তাহলে সন্ধানদাতাকে ৯ লাখ ৫৮ হাজার টাকা মূল্যমানের পুরস্কার দেওয়া হবে এমন ঘোষণাও দেওয়া হয়েছে। গত বুধবার এনডিটিভির অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়।
জার্মান পুলিশের উদ্বৃতি দিয়ে ওই খবরে বলা হয়েছে, চুরি যাওয়া কবুতরটির নাম এএস ৯৬৯। বয়স আনুমানিক ৬ বছর। গত শনিবার রাতে ডুসেলড্রফ শহর হতে এই কবুতরটি চুরি হয়ে যায়।
উল্লেখ্য, ওই কবুতরের মালিকের দাবি যে, কবুতরটির দাম ১ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার। মালিকের সংগ্রহে থাকা পাখিগুলোর মধ্যে এর দাম নাকি সবচেয়ে বেশি। কবুতরটি যদি কেও ফিরিয়ে দেয় তাহলে তিনি তাকে ১২ হাজার মার্কিন ডলার (বাংলাদেশী টাকায় ৯ লাখ ৫৮ হাজার টাকা) পুরস্কার দেবেন।
This post was last modified on ডিসেম্বর ২৫, ২০১৪ 3:36 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, রুদ্রকে নিয়ে লুক্সেটিপেট মণ্ডলের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১৫ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেরই দুধ, ফল, সব্জি সবই থাকে খাবারের তালিকায়। তবুও ক্যালশিয়ামের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে বাংলাদেশের বাজারে বৈশ্বিকভাবে সাড়া ফেলে দেওয়া স্মার্টফোন, অনার এক্স৯সি,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ মানেই বিনোদন। আর এই বিনোদনের প্রধান মাধ্যম হলো সিনেমা।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আজ (শুক্রবার) মন্ত্রীসভার সদস্যদের নিয়ে শপথ…