দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কণ্ঠশিল্পী ন্যান্সি এবার নতুন স্লোগান নিয়ে রাস্তায় নেমেছেন। স্লোগানটি হলো- গরীব বাঁচান, দেশ বাঁচান।
যে কেও একটি ভালো কাজ করলে আরেকটি ভালো কাজে তাকে উৎসাহ যোগায়। ঠিক এমনই ঘটেছে ন্যান্সির ক্ষেত্রেও। এবার তিনি একটি সেবামূলক ভালো কাজ করার মনোস্থ করেছেন। তাই এগিয়ে গেছেন অসহায় মানুষের পাশে।
বিষয়টিকে নিয়ে তিনি বলেন, ‘কিছুদিন আগেই সীমার ব্যাপারে বলেছিলাম আপনাদের। অভাবের রোষানলে পড়ে স্বামীর নির্যাতন সহ্য করে যে মেয়েটি ঘরের কোনে মুখ লুকিয়ে কাঁদতো। এখন আর সীমা কাঁদেনা, ভালো আছে সে।’
ন্যান্সি আরও বলেন, ‘এইতো সেদিন বাসায় ফেরার পথে দেখলাম- কিছু বয়স্ক মানুষ রাস্তার পাশে গুটিসুটি হয়ে শুয়ে আছে। সহজেই অনুধাবন করতে পারলাম প্রচণ্ড শীতে ওদের যথেষ্ট কষ্ট হচ্ছে। এদের মতো সারাদেশেই হয়তো এমন ছন্নছাড়া মানুষের অভাব নেই। যারা এই শীতের মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। ভাবতেই আমার নিজেকে বড্ড অপরাধী মনে হলো। যদিও আমি অনেক আগে হতেই প্রতিবছর শীতার্তদের সহযোগিতা করি। এই অনুপ্রেরণা পেয়েছি আমার মায়ের কাছ থেকে।’
‘দৃশ্যটি দেখেই মনে পড়ে গেলো আমার নিজ গ্রাম আর গ্রামের আশেপাশের দরিদ্র মানুষগুলোর মুখ। যারা কিনা আমাকে গ্রামে যেতে দেখলেই ‘আমাদের মেয়ে, আমাদের মেয়ে’ বলে মাথায় তুলে রাখে। অনুভব করলাম, এই শহরেই এতো শীত তাহলে গ্রাম অঞ্চলের কি অবস্থা!’
ন্যান্সি জানালেন, ‘সিদ্ধান্ত নিলাম এবং সে অনুযায়ী গত ১৮ ডিসেম্বর শীতবস্ত্র নিয়ে গেলাম নিজ এলাকা নেত্রকোনায়। সেখানে মহাদেবপুর, কুমড়ী, চল্লিশা, চল্লিশা মাদ্রাসা এবং এতিমখানা, হিরনপুর জাউসী মাদ্রাসায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলাম।
ন্যান্সি বললেন, ‘কখনও কি উপলব্ধি করেছেন শীতের তীব্রতা? কখনও কি ভেবেছেন? কিভাবে ওরা খোলা আকাশের নিচে শীতের মধ্যে রাত কাটায়? প্লিজ একটু ভাবুন। নিজ নিজ অবস্থান থেকে আপনি বাড়িয়ে দিন সহানুভূতির হাত। কারণ আপনার দ্বারা অন্তত একজন শীতার্ত যেনো শীতের তীব্রতা হতে রক্ষা পায়, অন্তত সেই চেষ্টা করুন।’
সবশেষে তিনি বলেন, ‘আজ সবার স্লোগান হোক- গরীব বাঁচান, দেশ বাঁচান।’ সংবাদ মাধ্যমে দেওয়া এই জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির বক্তব্যে আসুন আমরা সবাই সাড়া দেয় এবং এসব অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়।
This post was last modified on ডিসেম্বর ২৬, ২০১৪ 12:24 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…