দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইংরেজি ভাষার পাশাপাশি চায়নিজ ও আরবিসহ নতুন আরো ২৭টি ভাষায় ইন্টারনেট ঠিকানার (ডোমেইন) নামের প্রাথমিক অনুমোদন দিয়েছে বিশ্বের ইন্টারনেট ঠিকানা নিয়ন্ত্রণ সংস্থা আইক্যান। চলতি বছরের মাঝামাঝি থেকে এ সুবিধা চালু হবে। খবর অনলাইন পত্রিকার।
বিভিন্ন ভাষার লোকদের স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে আইক্যান গত বছর ডোমেইনের পরিধি বিস্তারের ঘোষণা দেয়। এ সুবিধা পেতে প্রায় দুই হাজার আবেদন জমা পড়ে। সেখান থেকে বাছাই করে প্রাথমিকভাবে ২৭টি ভাষায় ডোমেইনের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে আরো কিছু ভাষা অনুমোদন দেওয়া হবে বলেও জানিয়েছে আইক্যান।
সংস্থাটি জানায়, অনুমোদন পাওয়া ডোমেইন নামগুলোর মাধ্যমে ইংরেজি ভাষা না জানলেও নিজ ভাষায় স্বচ্ছন্দে একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারবে ইন্টারনেট ব্যবহারকারীরা। এতে তাদের ব্যবসা-বাণিজ্যে আরো বেশি সুযোগ তৈরি হবে। সূত্র : এপি