দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর কিছুক্ষণ পরেই শুরু হবে থার্টিফাস্ট নাইটের আনন্দ উৎসব। দেশব্যাপি এজন্য প্রস্তুতিও চলছে। এদিকে পর্যটনের প্রধান দুটি স্থান কক্সবাজার ও কুয়াকাটায় থার্টিফাস্ট নাইট উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেখানে অবস্থান করছেন হাজার হাজার পর্যটক।
যেখানে সূর্যদও ও সূর্যাস্ত দেখা যায় সেই স্থান কুয়াকাটায় বর্তমানে অবস্থান করছেন হাজার হাজার পর্যটক। তারা পুরাতন বছরের গ্লানি মুছে শেষ সূর্যকে বিদায় জানাবেন এবং ২০১৫ সালের নতুন বছরের উদীয়মান সূর্যকে স্বাগত জানাতে সৈকতে
নামবেন। এ যেনো এক মহোৎসবের আয়োজন। সমুদ্রতটে হাজির হয়েছেন হাজার হাজার মানুষ। সেখানে অপেক্ষা করছেন নতুন বছরকে স্বাগত জানাতে। পুরো বছরের গ্লানি মুছে নতুন সুন্দর এক পৃথিবীর আগমন বার্তা বয়ে আনবে এমনটিই আশা করছেন আগতরা।
কুয়াকাটা সমুদ্র সৈকতের ২০১৪ সালের শেষ সূর্যাস্তের ছবি
এদিকে বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের হাজার হাজার পর্যটক হাজির হয়েছে। শীতের এই সময়টিতে এমনিতেই হাজির হন হাজার হাজার পর্যটক। এখন নতুন বছরের নতুন সূর্যকে স্বাগত জানাতে হাজির হয়েছেন সবাই। কক্সবাজারের হোটেল মোটেল গুলোতে ভরপুর। গত কয়েকদিন ধরে চলছে এমন ব্যস্ততা। তবে বছরের শেষদিনে এসে এই ভিড় লাগামহীন হয়েছে। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজন করা হয়েছে নানা রকম অনুষ্ঠানের। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের। স্থানীয় প্রশাসন তৎপর সকল পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে নতুন বছরকে আগমন জানাতে গিয়ে কেও যেনো কোনো অসভ্যতা করতে পারেন সেদিকেও রয়েছে প্রশাসনের কড়া নজরদারি। সবাই শান্তিপূর্ণভাবে যাতে নতুন বছরকে স্বাগত জানাতে পারেন সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে।
কক্সবাজার সমুদ্র সৈকতের ২০১৪ সালের শেষ সূর্যাস্তের ছবি
এদিকে রাজধানী ঢাকাসহ সারাদেশেই নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নিরাপত্তা দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ সেই কামনা করা হচ্ছে। নতুন বছরে দি ঢাকা টাইমস্-এর সকল পাঠক-পাঠিকা, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন।
This post was last modified on ডিসেম্বর ৩১, ২০১৪ 3:10 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এবার আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…