তরমুজ তো নয় যেনো ‘বিশ’!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বাজারে এসেছে তরমুজ-বাঙ্গি। নতুন উঠেছে বলে দামও চড়া। কিন্তু এই তরমুজ আসলে কি তা সঠিকভাবে না জানলে আপনিও খাবেন লোভে পড়ে। কারণ নতুন এই ফলের প্রতি দুর্বলতা আপনার থাকতেই পারে। কিন্তু এই তরমুজ-বাঙ্গিতে আসলে যা মেশানো হচ্ছে তা শুনলে পিলে চমকে যাবে!

খোঁজ নিয়ে জানা গেলো ভয়ংকর কাহিনী। তৈরি থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটিই একটি বিষাক্ত প্রক্রিয়া। এক তরমুজ ব্যবসায়ী জানান, করবেল কোম্পানির বিল্ডর, সিনজানটা কোম্পানির ভলুম প্লাসসহ তিতো, অ্যাডমারের মতো বিষাক্ত সব রাসায়নিক তিনি ব্যবহার করেন তরমুজ উৎপাদনে। বীজ রোপন থেকে শুরু করে ঢাকায় নিয়ে আসার আগ পর্যন্ত এ ধরনের বিষ স্প্রে করেন তিনি। কিন্তু কেন- তার উত্তর বিষ না দিলে পোকামাকড়ে তরমুজ বড় হতে দেবে না, নষ্ট করে ফেলবে। তাতে লোকসান হবে।

ওই ব্যবসায়ী আরও জানান, ১০ বছর আগেও তারা এ ধরনের বিষ ব্যবহার করতেন না। প্রাকৃতিকভাবেই সব তরমুজ উৎপাদিত হতো। কিন্তু বাণিজ্যিকভাবে তরমুজের চাষ শুরু হওয়ার পর বিষ ব্যবহারের পরিমাণ দিনকে দিন বাড়ছে।

জানা যায়, এসব বিষ মেশানো তরমুজে হাত বোলালে নাকি অনুভূত হয়। তরমুজ নাড়লে নাকি মনে হয় হাতে কিছু লেগেছে। এ তথ্য দিয়েছে একজন ব্যবসায়ীর সঙ্গে আলাপ করে একটি অনলাইন সংবাদ সংস্থা। বাঙ্গিতে উৎপাদন শুরুর সময় তেমন কোন বিষ না দিলেও গাছের পোকা মারার জন্য নাকি এক ধরনের বিষ দেওয়া হয়। তবে এতে নাকি তেমন একটা ক্ষতিকর কিছু হয় না বলে অনেক ব্যবসায়ী দাবি করেন।

একটি সূত্র বলেছে, পটুয়াখালী ও ভোলায় দেশের উৎপাদিত তরমুজের একটি বড় অংশ উৎপন্ন হয়। তাছাড়া দেশের উত্তরাঞ্চলেও অনেক তরমুজ উৎপাদন হয়ে থাকে। তবে আগে উৎপাদিত হতো গাড়ো সবুজ রঙের দেশী তরমুজ। যার ভিতরে অতটা লাল হতো না। কিন্তু দিনকে দিন এই সব বিদেশী জাতের ওপর এদেশের ব্যবসায়ীরা নির্ভর করছে। এখন আবার অধীক মুনাফার লোভে এসব বিষ দিচ্ছে তরমুজে। এসব বিষাক্ত তরমুজ খেয়ে ক্যান্সারসহ নানাবিধ শারীরিক সমস্যা দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। বিশেষ করে এখন তরমুজের দাম বেশি হওয়ায় ব্যবসায়ীরা অধীক মুনাফার জন্য দ্রুত পাকাতেও এসব মানব দেহের জন্য ক্ষতিকর জিনিস ব্যবহার করছে।

প্রতিদিন লাখ লাখ তরমুজ ট্রাকযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে এসব তরমুজ। সাধারণ মানুষ না বুঝে টাকা দিয়ে কিনে খাচ্ছে এসব ‘বিষ’- অথচ দেখার কেও নেই!

এ ব্যাপারে এখনই তরিৎ ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে অভিজ্ঞ মহল মনে করে।

স্টাফ রিপোর্টার

Recent Posts

বেশি উপকার হলেও শরীরে পেঁপে খাওয়ার বিরুপ প্রভাবও পড়তে পারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…

% দিন আগে

২০২৫ সালে পানির নিচে থাকা যে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা রয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…

% দিন আগে

বলিউডের কয়েকটি চলচ্চিত্র নতুন বছর আলোচনার বিষয় হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…

% দিন আগে

২৪ ঘণ্টা বরফের হ্রদে আটকে থাকা কুকুরছানাকে ড্রোন উড়িয়ে উদ্ধার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…

% দিন আগে

শীত এলেই অতিথি পাখির দেখা মেলে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২০ পৌষ ১৪৩১…

% দিন আগে

২৫ পেরোলে মহিলাদের কী কী ভিটামিন খেতে হবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ শরীরে ভিটামিনের ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, অস্থিরতার…

% দিন আগে