দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ ও মাহি অভিনীত ‘ওয়ার্নিং’ ছবিটি ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও পিছিয়ে গেছে। আগামী ১ মে মুক্তি পাবে এই ছবিটি।
আরিফিন শুভ ও মাহি অভিনীত ‘ওয়ার্নিং’ ছবিটি ৯ জানুয়ারি মুক্তির বিষয়ে সব ঠিকঠাক ছিল কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা পিছিয়ে গেছে। কিন্তু পিছিয়ে গেলেও ‘ওয়ার্নিং’ ছবির মুক্তির পুনতারিখ নির্ধারণ করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী আগামী ১ মে মুক্তি পেতে যাচ্ছে এই ছবিটি। এমনই জানিয়েছেন ছবিটির প্রযোজক সাইফুল আলম খান।
তিনি বলেছেন, ‘আমরা ছবিটি মুক্তি দেওয়ার জন্য সবদিক থেকেই প্রস্তুত ছিলাম। সারাদেশে সেই মোতাবেক ব্যাপকভাবে প্রচারণাও চালানো হয়। কিন্তু হঠাৎ করেই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ছবি মুক্তি নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা করতে হলো। আবার সামনের মাসে আবার শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট খেলা। সেসময় আবার দেশবাসীর মনোযোগ থাকবে খেলার দিকে। সে হিসেবে ফেব্রুয়ারি মাসটা মোটেও ছবি মুক্তির জন্য উপযুক্ত সময় হবে না। আবার চাহিদামতো দিন-তারিখ পাওয়াটা মুশকিল। সবকিছু বিবেচনায় এনেই আগামী ১ মে ছবিটি মুক্তির নতুন তারিখ নির্ধারণ করার সিদ্ধান্ত নিতে হচ্ছে।’
উল্লেখ্য, ‘ওয়ার্নিং’ ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটি হয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন আরিফিন শুভ ও মাহি জুটি। এই জুটি প্রথম অভিনীত ছবি হলো ‘অগ্নি’।
This post was last modified on জানুয়ারী ৮, ২০১৫ 8:41 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…