দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সানিয়া মির্জার ছোট পোশাক সম্পর্কে ইসলামী চিন্তাবিদ জাকের নায়েক বেশ কিছু কথা বলেছেন। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে।
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে আন্তর্জাতিক মিডিয়াতে বহু লেখালেখি হয়েছে। এর মূল কারণ হলো ছোট পোশাক পড়ে সানিয়া মির্জাকে মাঠে নামের তাই। সানিয়ার ছোট পোশাক বির্তক আর্ন্তজাতিক মিডিয়ায় সব সময় দেখা যায়। এর ঝড় তুলেছে ভারত-পাকিস্তানেও।
আবার সানিয়ার ছোট পোশাক বির্তক নিয়ে চোখ এড়ায়নি বিশিষ্ট্য ইসলামী চিন্তাবিদ ডা. জাকির নায়েকের। সানিয়ার পোশাক হালাল-হারামের প্রশ্নে এই ধর্ম গবেষক ডা. জাকির নায়েকও সভা-সেমিনারে নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন। প্রশ্নবানে জর্জরিত জাকির নায়েক এক পর্যায়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে জাকির নায়েক তিনি বলেছেন, ‘মিডিয়ায় একটি নতুন খবর এসেছে। আলেমরাও ফতোয়া জারি করেছেন। সানিয়া মির্জা যে পোশাক পরে ছোট র্স্কাট সেটি হারাম। চারদিকে হইচই পড়া সংবাদে আলেমরাও বললেন, এটি হারাম ও নিষিদ্ধ। বিপরীতে অমুসলিমরা ভাবতে লাগলেন যে, একজন মহিলা খেলাধুলা করছে- ধর্ম তাতে বাধা দিচ্ছে? আমার মনে হলো, সানিয়ার ছোট পোশাক বির্তকটা আসলে ইসলামকে খাটো করছে।’
তিনি বলেছেন, ‘সানিয়া তো রেংকিং-এ ৩৪ নম্বর। সেরেনা উলিয়াম তো রেংকিং-এ রয়েছেন ১ নম্বরে। সেরেনার পোশাক ভুল না ঠিক এই প্রশ্নটি আপনারা কেনো একজন খ্রিস্টান ধর্মযাজককে করছেন না? সেরেনা উলিয়ামসহ আগের প্রায় সব খেলোয়াড়রাই খ্রিস্টান। আপনারা খ্রিস্টান ধর্মযাজক বা ভ্যাটিকেন সিটির পোপের কাছে প্রশ্ন করুন তাদের পোশাক ঠিক নাকি ভুল?’
তিনি বলেছেন, ‘বাইবেলের বুক অব ডিওটরনমী, অধ্যায় ২২, অনুচ্ছেদ ৫ রয়েছে মহিলারা এমন পোশাক পরবে না, যা পুরুষের মতো। পুরুষরাও মহিলাদের মতো কোনো পোশাক পরবে না। যারা এমনটি পরবে তারা প্রভুর ঘৃণার পাত্র হবে। আরও বলা আছে, মহিলারা শালীন পোশাক পরবে।’
তিনি আরও বলেছেন, ‘হিন্দুদের বেদ বলছে, মহিলার পুরুষের মতো পোশাক পরবে না। পুরুষরাও তাদের স্ত্রীদের পোশাক পরবে না। ঋগবেদের ৮/অনুচ্ছেদ : ৮৫, পরিচ্ছদ : ৩০। আরও বলছে মহান ইশ্বর তোমাদের নারী বানিয়েছেন। তাই তোমাদের দৃষ্টি সংযত রাখবে। তোমরা পর্দার আড়ালে থাকবে। ঋগবেদের ৮/অনুচ্ছেদ : ৩৩, পরিচ্ছদ : ১৯।’
জাকির নায়েক বলেছেন, ‘তার মানে খ্রিস্টান এবং হিন্দু ধর্মেও স্কার্ট পরা হারাম ও নিষিদ্ধ। ডা. জাকির নায়েক আশা ব্যক্ত করে বলেছেন, সানিয়া মির্জা হয়তো একদিন হারাম পোশাক ছেড়ে, হালাল বা শালীন পোশাক পরে খেলবেন।’ তথ্যসূত্র : পিস টিভি