দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পশ্চিমা দেশগুলোতে আবারও হামলা চালানোর আহ্বান জানালো আল কায়েদা। ইয়েমেনের আল কায়েদার অন্যতম নেতা নাসের বিন আলি আল-আনসি এই আহবান জানিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলেছে, ইয়েমেনের আল কায়েদার অন্যতম নেতা নাসের বিন আলি আল-আনসি আহবান জানিয়েছে যে, পশ্চিমা দেশগুলোতে স্বউদ্যোগে বিচ্ছিন্ন হামলা চালাতে হবে। আরব উপ-দ্বীপের আল কায়েদার (একিউএপি) এই শাখাটি প্যারিস হামলার পিছনে রয়েছে বলে দাবি করেছিলেন আল-আনসি। ওই দাবির দুই সপ্তাহের মধ্যেই আবার গত মঙ্গলবার এ আহ্বান জানালেন তিনি। একিউএপি’র গণমাধ্যম শাখা এসআইটিই মনিটরিং-এ প্রকাশিত একটি প্রতিবেদনে তিনি এই আহ্বান জানান।
আনসি বলেন, ‘ইসলামের সঙ্গে লড়াই করা পশ্চিমা রাষ্ট্রগুলোতে তারা যদি ব্যক্তিগতভাবে জিহাদ করতে পারে তাহলে আরও ভালো হয়।’ ইয়েমেনের বাইরে পশ্চিমা লক্ষ্যস্থলগুলোতে আঘাত করার উদ্দেশে একিউএপি কাজ করে যাচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
আনসি আরও বলেন, ‘আমরা বাইরে কাজ করার উদ্যোগ নিয়েছি, আর শত্রুরা এর বিপদ সম্পর্কে ভালোভাবেই জানে। আমরা আল্লাহর শত্রুদের জন্য প্রস্তুত হচ্ছি এবং অপেক্ষা করছি। আমরা এটি করার জন্য বিশ্বাসীদের উস্কে দিচ্ছি।’
উল্লেখ্য, চলতি মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিদ্রুপ ম্যাগাজিন শার্লে এবদু’র কার্যালয়সহ কয়েকটি স্থানে জঙ্গি হামলা চালিয়ে ১৭ জনকে হত্যা করার দায় স্বীকার করেছে একিউএপি। জানা যায়, শার্লে এবদুতে হামলাকারী দুই ভাই ২০১১ সালে কিছুদিন ইয়েমেনে ছিলেন। কয়েকটি আন্তর্জাতিক বিমানে একিউএপি’র হামলা পরিকল্পনা ধরা পড়ে যাওয়ার পর হতে আল কায়েদার এই শাখাটিকে সবচেয়ে বেশি তৎপর অংশ হিসেবে বিবেচনা করে আসছে যুক্তরাষ্ট্র।
This post was last modified on জানুয়ারী ২১, ২০১৫ 10:20 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…