Categories: সাধারণ

অবরোধের সঙ্গে হরতাল: এসএসসি পরীক্ষা নিয়ে এক অনিশ্চয়তা!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ দেশ ক্রমেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের সঙ্গে আবার যোগ হয়েছে ৭২ ঘণ্টার হরতাল। যে কারণে এসএসসি পরীক্ষা নিয়ে এক অনিশ্চয়তা দেখা দিয়েছে।

২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে এক অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের সঙ্গে আবার যোগ হয়েছে ৭২ ঘণ্টার হরতাল। এমন এক পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম এক উৎকণ্ঠা দেখা দিয়েছে।

এক চরমতম অনিয়শ্চয়তার মধ্যে পড়েছে এসএসসি পরীক্ষা। এবারের পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন। এরমধ্যে ৭ লাখ ৬৩ হাজার ৩৩৯ জন ছাত্র ও ৭ লাখ ১৫ হাজার ৯২৭ জন ছাত্রী।

Related Post

এবছর পরীক্ষার্থী বেড়েছে ৪৬ হাজার ৫৩৯ জন। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।

এবছর ৩ হাজার ১১৬টি কেন্দ্রে মোট ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। গত বছরের তুলনায় এবার ৩১৯টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৭৪টি কেন্দ্র বেড়েছে। বিদেশে ৮টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে।

এবছর ৮টি বোর্ডের অধীনে এসএসসিতে ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) ১ লাখ ১০ হাজার ২৯৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে বলে জানানো হয়েছে।

এদিকে পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আসলেও পরীক্ষা নিয়ে এক অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২ ফেব্রুয়ারি থেকে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। কিন্তু হরতাল-অবরোধের মধ্যে কিভাবে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাবে সেটি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে সরকারের উদ্যোগেও অনিশ্চয়তা কাটছে না। সরকার কেন্দ্রগুলোতে নিরাপত্তা দিবে কিন্তু রাস্তায় যাওয়া-আসা কতটা নিরাপদ তা নিয়ে চরম এক শংকায় রয়েছেন অভিভাবকরা। কি হবে শেষ ত্বক সেটিই এখন দেখার বিষয়।

This post was last modified on জানুয়ারী ৩১, ২০১৫ 8:52 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

বেশি উপকার হলেও শরীরে পেঁপে খাওয়ার বিরুপ প্রভাবও পড়তে পারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…

% দিন আগে

২০২৫ সালে পানির নিচে থাকা যে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা রয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…

% দিন আগে

বলিউডের কয়েকটি চলচ্চিত্র নতুন বছর আলোচনার বিষয় হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…

% দিন আগে

২৪ ঘণ্টা বরফের হ্রদে আটকে থাকা কুকুরছানাকে ড্রোন উড়িয়ে উদ্ধার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…

% দিন আগে

শীত এলেই অতিথি পাখির দেখা মেলে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২০ পৌষ ১৪৩১…

% দিন আগে

২৫ পেরোলে মহিলাদের কী কী ভিটামিন খেতে হবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ শরীরে ভিটামিনের ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, অস্থিরতার…

% দিন আগে