দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনে সম্পদের উত্তরাধিকার খুঁজতে এক নারী বিজ্ঞাপন দিয়েছেন। ওই নারী একজন প্রাপ্তবয়স্ক ‘মেয়ে’ চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন।
অনেক রকম বিজ্ঞাপন দেখা যায়। কিন্তু এবার চীনের একজন নারী তার সম্পদের উত্তরাধিকার হওয়ার জন্য একজন প্রাপ্তবয়স্ক ‘মেয়ে’ চেয়ে বিজ্ঞাপন দিলেন। ওই নারী বিজ্ঞাপনটি দিয়েছেন তার কোম্পানি ও তার সম্পদের উত্তরাধিকারী করার জন্য। বিবিস বাংলার এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
খবরে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলীয় হেনান প্রদেশের ঝেঙঝু শহরে একটি চাকরি কেন্দ্রের কাছে এই অভিনব বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞাপনে লেখা হয়েছে, তিনি ৪০ বছরের নিচের বয়সী একজন ‘সহৃদয়’ মেয়েকে খুঁজছেন, যিনি রাজী হলে তার উত্তরাধিকারি করা হবে।
লিও গুইলিং নামের ওই বিজ্ঞাপন দাতার বয়স ৬৮ বছর। তিনি পেশায় একজন চিকিৎসক। ওই নারী বিজ্ঞাপনে লিখেছেন, ‘তার একটি ক্লিনিক রয়েছে, রয়েছে ৪টি বাড়ি। কিন্তু তিনি নি:সন্তান। তার স্বামী শারীরিকভাবে অচল হয়ে বিছানায় পড়ে রয়েছেন।
মিসেস লিউ ওই ওয়েবসাইটকে আরও বলেন, তিনি এমন একজনকে চান, যে ঠিক মেয়ের মতোই তাকে দেখতে আসবে এবং যিনি তার এই শর্তগুলো পূরণ করতে পারবেন, তিনি তার দুটি বাড়ি ও ক্লিনিকের উত্তরাধিকারি হতে পারবেন।
অভিনব এই বিজ্ঞাপনটি চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেশ সাড়া জাগিয়েছে। বেইজিং টাইমস এক ব্যক্তি লিখেছেন, একজন বৃদ্ধা নারী হওয়া যেমন কঠিন, ঠিক তেমনি একজন চিকিৎসক হওয়ায়ও বেশ কঠিন। মানুষ শুধুমাত্র একটুখানি ভালবাসা চায়, এমন একজন ব্যক্তির প্রতি নির্মম না হওয়ার আহবান জানানো হয়েছে।
This post was last modified on জানুয়ারী ২০, ২০২২ 11:32 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়ঃসন্ধিকাল ও ‘নিষিদ্ধ’ প্রেমের গল্প সিনেমাটি হিমালয়ের কোলে এক শৈলশহরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এবার আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…