দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৪শ’ মার্কিন ডলার দামের গুগল আর্থ প্রো সফটওয়্যারটির জন্য আর কোনো অর্থ খরচ করতে হবে না। ৪শ’ ডলারের এই সফটওয়্যার পাওয়া যাবে বিনামূল্যে!
প্রায় ৪শ’ মার্কিন ডলার দামের গুগল আর্থ প্রো সফটওয়্যারটির জন্য এখন আর কোনো অর্থ খরচ করতে হবে না। এর প্রিমিয়াম ফিচারগুলো এখন হতে বিনা মূল্যেই ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ৩০ জানুয়ারি গুগল কর্তৃপক্ষ এমন ঘোষণা দিয়েছে।
এক ব্লগ পোস্টে গুগল কর্তৃপক্ষ বলেছে, ‘এক দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী, বিজ্ঞানী এবং শৌখিন ভ্রমণবিলাসীরা বেড়াতে যাওয়া হতে শুরু করে সৌর প্যানেল বসানোর মতো কাজেও গুগল আর্থ প্রো ব্যবহার করে থাকেন। গুগল আর্থ প্রো সফটওয়্যারটিতে খুব সহজে ব্যবহার উপযোগী ফিচার এবং গুগল আর্থের বিস্তারিত ছবি ব্যবহারের সুযোগও রয়েছে। থ্রিডি বিল্ডিং পরিমাপ, প্রতিবেদন অথবা প্রেজেন্টেশনের জন্য উচ্চ রেজ্যুলেশনের ছবি প্রিন্টিং, ভারচুয়াল ফ্লাইটের জন্য, হাই ডেফিনেশন চলচ্চিত্র তৈরি প্রভৃতি কাজের জন্য উন্নত টুল রয়েছে এতে।’
এই সফটওয়্যারটি গুগল হতে সংগ্রহ করার জন্য যেতে হবে এই লিংকে (https://geoauth.google.com/gev0/free_trial.html) । এরপর এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে।