দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেলফি নিয়ে বর্তমান সময়ে মেনে উঠেছে সবাই। এমন এক পরিস্থিতিতে দেখা যাচ্ছে হাসপাতালে অপারেশন থিয়েটারেও সেলফি নিয়ে মেতে উঠছেন। তবে এবার শোনা গেলো সেলফি তুলতে গিয়ে নাকি বিমান বিধ্বস্ত হয়েছে। আসলেও কি তাই?
সাম্প্রতিক সময়ে সেলফি জ্বরে আক্রান্ত পুরো বিশ্ব। ছোট-বড় সবাই এখন সেলফি তুলে নিজের সামাজিক মাধ্যমে আপলোড করতে ব্যস্ত হয়ে পড়েন। তাহলে বিমান চালক সেলফি তোলা থেকে বাদ যাবেন কেনো?
এমনই এক সেলফি তুলতে গিয়ে নাকি নিজের মৃত্যু ডেকে আনলেন মার্কিন এক পাইলট। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক বিমান দুর্ঘটনার তদন্তে এমন চাঞ্চল্যকর খবর বেরিয়ে এসেছে। বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই ককপিটে বসে সেলফি তুলতে গিয়ে বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট অমৃতপাল সিং।
জানা যায়, ৩১ মে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ওই বিমান দুর্ঘটনায় পাইলটসহ ২ জন নিহত হন। ওই দুর্ঘটনায় সেসনা-১৫০ বিমানটির মালিক ও চালক ২৯ বছর বয়সী অমৃতপাল সিং ও এক যাত্রী নিহত হন।
সংবাদ মাধ্যম বলেছে, বিমান দুর্ঘটনার তদন্তকারী কর্মকর্তারা গত মঙ্গলবার জানান, ‘বিমানটি ওড়ার একপর্যায়ে ককপিটে বসে মোবাইল ফোনে সেলফি তোলায় ব্যস্ত ছিলেন চালক অমৃতপাল সিং। এই সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শবর্তী একটি মাঠে বিধ্বস্ত হয়। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন যে, দুর্ঘটনার পূর্বে বিমানটির যাত্রীরাও সেলফি তোলায় ব্যস্ত ছিলেন। মোবাইল ফোন ও ব্ল্যাকবক্সকে বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। অতএব, সেলফি তুলতে সাবধান। জীবনের ঝুঁকি নিয়ে এমন কাণ্ড না ঘটনানোর জন্য সকলকেই সতর্ক থাকা উচিত।
This post was last modified on জানুয়ারী ২০, ২০২২ 11:13 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…