দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ইতিহাস গড়তে পারলো না বাংলাদেশ। ২-৩ গোলে মালয়েশীয়ার কাছে হেরেছে বাংলাদেশ।
আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে অবশেষে হেরে গেছে বাংলাদেশ। ২-২ গোলের সমতা থাকলেও নির্ধারিত ৯০ মিনিটের খেলার ৩ মিনিটের অতিরিক্ত খেলায় মালয়েশীয়ার কর্ণার বলের হেডের একটি গোল বাংলাদেশের ইতিহাসের স্বপ্ন চূর্ণ হয়। মালয়েশীয়ার খেলোয়াড় মোহাম্মদ ফাইজাতের গোলে হেরে যায় বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া।
প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ২টি গোল পরিশোধ করে ফেলে বাংলাদেশের খেলোয়াড়রা। যে কারণে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ শিরোপা জয়ের স্বপ্ন দেখে। খেলায় ফুটবলারদের উদ্বুদ্ধ করতে এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে ছুটে আসেন। তার সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল মুহিত, প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় এবং ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রপি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।