দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইউক্রেন ইস্যু নিয়ে রাশিয়ার সঙ্গে আবারও বিশ্বের ক্ষমতাধরদের মধ্যে বাদানুবাদ শুরু হয়েছে। যুক্তরাজ্য বলেছে জালিমের মতো আচরণ করছেন পুতিন।
ইউক্রেন ইস্যু নিয়ে রাশিয়ার সঙ্গে আবারও বিশ্বের ক্ষমতাধরদের মধ্যে বাদানুবাদ শুরু হয়েছে। ইউক্রেনের ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘জালিম’ শাসকের মতো আচরণ করছেন- এমন অভিযোগ করেছে যুক্তরাজ্য।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ইউক্রেন-সংকট নিয়ে বলতে গিয়ে পুতিনকে নিয়ে এমন কড়া মন্তব্য করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড।
এদিকে ইউক্রেন-সংকট সমাধানে যুক্তরাজ্যের এগিয়ে আসাটা অপ্রাসঙ্গিক বলে দাবি করার বিষয়টিও নাকচ করেছেন হ্যামন্ড। স্কাই নিউজকে তিনি বলেছেন যে, ‘রাশিয়ার সেনাবাহিনীকে পরাজিত করতে পারবে না ইউক্রেন, এটা বাস্তবিক অবস্থানও নয়। আর তাই রাজনৈতিক সমাধান হতে হবে।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূমিকার কড়া সমালোচনা করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এই ব্যক্তি (পুতিন) আন্তর্জাতিক সীমান্তে সেনা পাঠিয়েছেন। এই একুশ শতকে অন্য একটি দেশের ভূখণ্ড দখল করে তিনি বিশ শতকের জালিম শাসকের মতো আচরণ করছেন। কোনো সভ্য জাতি এমন আচরণ করে না।’
উল্লেখ্য, পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের সমর্থন দেওয়ার বিষয়ে পশ্চিমা দেশ ও ইউক্রেনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। অপরদিকে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের সম্প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
This post was last modified on ফেব্রুয়ারী ৯, ২০১৫ 8:26 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…