নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের ক্ষমতায় আসা মোদি হার মানলেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের ক্ষমতায় আসা মোদি অবশেষে হার মানলেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের কাছে। ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন তিনি।

অবশেষে হার মেনে নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের ক্ষমতায় আসা ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা গতকাল মঙ্গলবার সকালে শুরু হয়। স্থানীয় সময় সকাল ৮টা হতে ভোট গণনা শুরু হয়। গননা শুরু পর থেকেই ফলাফলের চিত্র স্পষ্ট হয়ে উঠতে থাকে। সর্বশেষ সংবাদে জানা যায়, বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬৭টি আম আদমির এবং ৩টি বিজেপির। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।

Related Post

সর্বশেষ পাওয়া ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। এই আম আদমি পার্টির প্রতীক ছিল ঝাড়ু। ঝাড়ুর কাছে ভরাডুবি ঘটে বিজেপির। এককভাবে সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাওয়া এএপির প্রধান কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় লিখেছেন, ‘অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছি এবং জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। দিল্লির উন্নয়নে কেন্দ্র তাঁকে পুরোপুরি সমর্থন দেবে বলে নিশ্চয়তাও দিয়েছি।’

উল্লেখ্য, দিল্লি বিধানসভা নির্বাচনে এএপি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে- একথা আগেই কেন্দ্রফেরত একাধিক জরিপে আভাস দেওয়া হয়। দিল্লি বিধানসভার গত নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে এএপি কংগ্রেসের সমর্থনে সরকার গঠন করে। কিন্তু মাত্র ৪৯ দিনের মাথায় কেজরিওয়ালের সেই সরকার পদত্যাগ করে। সেটি ভুল ছিল বলে উল্লেখ করে এবার তিনি ভোটারদের কাছে ক্ষমা চেয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, এবার নির্বাচিত হলে এমনটা আর হবে না।

This post was last modified on ফেব্রুয়ারী ১১, ২০১৫ 8:23 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

পা মুড়ে চোখ বন্ধ করে পদ্মাসনে না বসেও কিন্তু ধ্যান করা যায়!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সময় না পেলেও কাজের ফাঁকে ধ্যান করা যায়। এরজন্য সব…

% দিন আগে

একই অনুষ্ঠানে তিন শিল্পীর আড্ডা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী বশির আহমেদ’র কন্যা সঙ্গীতশিল্পী হোমায়রা বশির, উপমহাদেশের…

% দিন আগে

মার্কিন নির্বাচন: জরিপে এগিয়ে আছেন কমলা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের বাকী আর মাত্র দুই সপ্তাহ। এই…

% দিন আগে

ঘূর্ণিঝড় ‘ডানা’ সম্পর্কে সর্বশেষ যে বার্তা দিয়েছে আবহাওয়া অফিস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি কক্সবাজার সমুদ্র বন্দর হতে ৬৫০ কিমি…

% দিন আগে

কফির মধ্যে আরশোলা! অভিযোগ জানিয়েও তরুণীর প্রাপ্তি শুধু একটা ‘সরি’!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দিল্লির খান মার্কেট এলাকার একটি ক্যাফে থেকে আইস‌্‌ড লাতে…

% দিন আগে

গ্রামের শিশু-কিশোরীরাও নৌকা চালাতে পারদর্শী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ খৃস্টাব্দ, ৭ কার্তিক ১৪৩১…

% দিন আগে