দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘড়ি মানেই ব্যাটারি বা যে কোনো মাধ্যমে চার্জ দেওয়া। অথচ এমন এক ঘড়ি আবিষ্কার হলো যাতে কোনো চার্জ লাগবে না। এটি হলো এসওয়াচের স্মার্টঘড়ি!
হয়তো অনেকের কাছেই এটি অবিশ্বাস্য শোনালেও ঘটনা কিন্তু সত্যি। স্মার্টওয়াচ অথচ তাতে কোনো চার্জ লাগবে না। বিশ্বের বৃহত্তম ঘড়ি নির্মাতা এসওয়াচের প্রধান নির্বাহী নিক হায়েক সম্প্রতি এমন স্মার্টঘড়ি বাজারে আনার কথা ঘোষণা করেছেন। আগামী তিন মাসের মধ্যেই এই ঘড়ি বাজারে আসতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, এপ্রিল মাস নাগাদ বাজারে আসতে পারে অ্যাপলের তৈরি একটি স্মার্টওয়াচ। অ্যাপলের স্মার্টওয়াচকে টেক্কা দিতে ওই সময়ে চার্জিং সুবিধা ছাড়াই চলতে পারে এমন স্মার্টওয়াচ বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে ঘড়ি নির্মাতা এসওয়াচ।
ঘড়ি নির্মাতা এসওয়াচের প্রধান নির্বাহী নিক হায়েক বলেছেন, স্মার্টফোনের সঙ্গে এনএফসি প্রযুক্তির সাহায্যে যুক্ত থাকবে এই স্মার্টওয়াচ। এটি অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ফোন সমর্থন করবে। এসওয়াচের তৈরি ঘড়িতে কী থাকবে তা এখনও রহস্যময় হলেও নিক হায়েক বলেছেন, ইন্টারনেট সুবিধার এই পরিধেয় প্রযুক্তিপণ্যটি চার্জ দেওয়ার ঝামেলায় যেতে হবে না। বাজার বিশ্লেষকেরা ঘড়ির এই ফিচারটিকেই বড় ধরনের অগ্রগতি হিসেবে ধরছেন। ধারণা করা হচ্ছে, এতে স্মার্টওয়াচ সংশ্লিষ্ট বিশেষ প্রযুক্তির দীর্ঘস্থায়ী ব্যাটারি থাকতে পারে।
ঘড়ি নির্মাতা এসওয়াচের আরেকটি ব্র্যান্ড হচ্ছে টিসোট; যা ১৯৯৯ সাল হতেই টাচস্ক্রিণ সুবিধার ঘড়ি তৈরি করে আসছে।
অ্যাপলের সঙ্গে শুধু স্মার্টওয়াচেই নয়, অনলাইন পেমেন্ট সিস্টেম অ্যাপল পের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতায় যেতে চায় এসওয়াচ। ইতিমধ্যে সুইজারল্যান্ডের দুটি বৃহত্তম রিটেইলারের সঙ্গে আলোচনাও শুরু করেছে এসওয়াচ কর্তৃপক্ষ।
মোট কথা প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এ বছরের এপ্রিল-মে মাস পরিধেয় প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাস হতে পারে।
This post was last modified on জুন ১২, ২০২৩ 4:39 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…