দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরে গেলো পাকিস্তান। প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে ৩০০ রাম সংগ্রহ করে ভারত। ৩০১ রানের টার্গেটে নেমে পাকিস্তান সব কটি ইউকেট হারিয়ে ৪৭ ওভারে ২২৪ রান তুলে পরাজিত হয়।
ফাইল ফটো
দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান। কিন্তু ভারতের কাছে হেরে গেলো পাকিস্তান। প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে ৩০০ রাম সংগ্রহ করে ভারত। ৩০১ রানের টার্গেটে নেমে পাকিস্তান সব কটি ইউকেট হারিয়ে ৪৭ ওভারে ২২৪ রান তুললেও ৭৬ রানে পরাজিত হয়।
এদিকে বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম অপর ম্যাচে আজ রবিবার মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড মিলার ও জেপি ডুমিনির বিশ্ব রেকর্ডে ৩৩৯ রান সংগ্রহ করে প্রোটিয়াসরা।
তবে ৩৪০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে ভালোই লড়াই করে জিম্বাবুয়ের খেলোয়াড়রা। তবে সে লড়াইয়ে অবশ্য শেষ পর্যন্ত পেরে উঠতে পারেনি জিম্বাবুয়ে। ৪৮.২ ওভারে ২৭৭ রানে অলাউট হয় তারা। ফলে ৬২ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
পুরো ফিকচার পেতে ক্লিক করুন:
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১৫: ১৪ ফেব্রুয়ারিতে শুরু হয়ে শেষ হবে ২৯ মার্চ [ফিকচার]