দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ ক্রিকেটে আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে নাস্তানাবুদ অবস্থায় পড়েছে পাকিস্তান। ৩১১ রানের টার্গেটে নেমে ৫ ইউকেট হারিয়ে তারা করেছে ৭৭ রান। অপরদিকে বৃষ্টির কারণে স্থগিত রয়েছে বাংলাদেশ-অস্টেলিয়া ম্যাচ।
আজ ভোর ৪টায় শুরু হয় ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তানের খেলাটি। টসে হেরে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩১০ রান সংগ্রহ করে। পরে ৩১১ রানের টার্গেটে মাঠে নেমে পাকিস্তান নাস্তানাবুদ অবস্থায় উপনিত হয়। শুরুতেই একের পর এক ইউকেটের পতন ঘটতে থাকে। সর্বশেষ সংবাদে দেখা গেছে পাকিস্তান ৫ ইউকেটে ৭৭ রান সংগ্রহ করেছে।
এদিকে আজ সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ-অস্টেলিয়া ম্যাচটি শুরু হওয়ার কারণে প্রতিকূল আবহাওয়ার কারণে এখন শুরু হয়নি। তবে এখন পর্যন্ত এ খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়নি। প্রবল বৃষ্টির মধ্যে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে প্রচুর বাংলাদেশী সমর্থকরা হাজির হয়েছেন খেলা দেখার জন্য। কিন্তু গতকালের হয়ে যাওয়া টর্নেডোর আঘাত ও এখনও লেগে থাকা বৃষ্টির কারণে খেলায় এই বিঘ্ন ঘটেছে।
পুরো ফিকচার পেতে ক্লিক করুন:
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১৫: ১৪ ফেব্রুয়ারিতে শুরু হয়ে শেষ হবে ২৯ মার্চ [ফিকচার]