দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সব সময় দেখেছি তরমুজ গোল। কিন্তু এবার দেখা গেছে চারকোণার তরমুজ! হয়তো এ খবর শুনে অনেকেই হতভম্ব হবেন কিন্তু না জাপানের বাজারে এমন চারকোণা তরমুজ পাওয়া যাচ্ছে বলে খবর বেরিয়েছে। তথ্য ফেইস বুকের।
এমনই একটি খবর ফেইস বুক সূত্রে পাওয়া গেছে। জাপানের বাজারে নাকি চারকোণা তরমুজ বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে জানা যায়, গোল জিনিস বহন করা একটু ঝামেলাকর। ফ্রিজ কিংবা কোন বাক্সে রাখতে গেলেও গোল জিনিস নিয়ে তাল-গোল লেগে যায়। আর তাই জাপানের কৃষকরা বুদ্ধি খাটিয়ে এই চারকোণা তরমুজ বাজারজাত করার পরিকল্পনা গ্রহণ করেছেন।
কিভাবে চারকোণা তরমুজ হবে
ওই খবরে বলা হয়েছে, চারকোণা তরমুজ করতে কৃষকরা তরমুজটি ছোট থাকতেই একটি চারকোণা ছিদ্রযুক্ত কাঁচের বাক্সের ভিতর ঢুকিয়ে রাখে- যাতে করে তরমুজ গোলাকার না হয়ে চারকোণা হয়। এভাবেই চারকোণা তরমুজ উৎপাদিত হচ্ছে বলে জানানো হয়েছে। জাপানে একটি গোল তরমুজের দাম ১০-২০ ডলার হলেও এই চারকোণা তরমুজের দাম ৭০-৭৫ ডলার আবার কোন কোন ক্ষেত্রে ৮২ ডলার!