দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ১৪ ঘণ্টা ডুবে থাকার পরও এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের উতাহ অঙ্গরাজ্যে।
দীর্ঘ ১৪ ঘণ্টা ডুবে থাকার পরও এক শিশুকে জীবিত উদ্ধার করার এমন ঘটনার পর অনেকেই বলেছেন, ‘রাখে আল্লাহ মারে কে’। সৃষ্টিকর্তা ইচ্ছে করলে সবকিছুই করতে পারেন সেই প্রমাণ মিললো। যুক্তরাষ্ট্রের উতাহ অঙ্গরাজ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার উতাহ’র একটি নদীতে পড়ে ডুবে যায় এক শিশু। ওই শিশুটি ডুবে যাওয়ার ১৪ ঘণ্টারও বেশি সময় পর ওই প্রাইভেট কার থেকেই ১৮ মাস বয়সী এক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটে ৭ মার্চ বিকেলে। এ ঘটনায় উতাহজুড়ে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে উদ্ধার করে রাজ্যের রাজধানী সল্ট লেক সিটির একটি হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, ওইদিন বিকেলে নদীতে ডুবন্ত ওই প্রাইভেটকারটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন এক জেলে। খবর পেয়ে ৩ পুলিশ কর্মকর্তা ও ৪ জন দমকলকর্মী এসে শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারের পর দেখা যায় শিশুটি তখনও জীবিত রয়েছেন। ওই প্রাইভেটকারের চালকের আসনে বেল্ট বাঁধা অবস্থায় ২৫ বছর বয়সী এক নারীর লাশও উদ্ধার করা হয়েছে। লিন গ্রোয়েসবেক নাম্নী স্প্রিংভিলে শহরের ওই নারী শিশুটির মা বলেই ধারণা করছে পুলিশ।
তদন্তকর্মকর্তারা মনে করছেন যে, আগের দিন৬ মার্চ আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে সড়কে সিমেন্টে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগার পর স্প্যানিশ ফর্ক নদীতে পড়ে যায় ওই কারটি। ওই প্রাইভেটকারটি মা-মেয়েকে বহন করছিল। তবে ওই প্রাইভেটকারে আর কেও ছিল কি না পুলিশ তা তদন্ত করে দেখছে।
This post was last modified on জানুয়ারী ৪, ২০২২ 4:00 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…