দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনব স্টাইলে প্রেমিক যুগলের এক প্রতারণার খবর পাওয়া গেছে। রাজধানী হতে এমনই এক প্রেমিকযুগল ও এক দালালকে আটক করেছে র্যাব।
অভিনব এই প্রতারণা সম্পর্কে জানা যায়, প্রতারক এই চক্রটি প্রথমে অনলাইনে ল্যাপটপ কেনা-বেচার বিজ্ঞাপন দিয়ে গ্রাহক এবং বিক্রেতাদের ফোন করে ডেকে নিয়ে আসেন। তারপর অফিসে বসিয়ে রেখে কেনাবেচা তো নেই-ই, বরং ল্যাপটপ নিয়ে লাপাত্তা হয়ে যান। প্রতারণার ফাঁদ পেতে এমনই বাণিজ্য করে আসছিল এই চক্রটি। গত শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে এমনই প্রেমিকযুগল এবং এক দালালকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো- আফসানা (১৯), তানভির হোসেন নির্ঝর (২৩) এবং রানা রায়হান (৩৬)। পরে বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে র্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন র্যাব-২ পরিচালক (সিও) লে. কর্ণেল মাসুদ রানা।
এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে লে. কর্ণেল মাসুদ রানা বলেছেন, আফসানা এবং প্রেমিক নির্ঝর অনলাইনে বিভিন্ন বেচাকেনার ওয়েবসাইটে গিয়ে পণ্য বাছাই করেন। বিক্রেতার সঙ্গে ফোনে আফসানা যোগাযোগ করেন। বিক্রেতার কাছে না গিয়ে উল্টো তাদের কাছেই আসতে বলেন। তখন ঠিকানা দেওয়া হয় কোনো এক নামিদামি অফিসে। ওই অফিসে আফসানা জানায়- তাদের সেবা নেবেন। এখানেই মূলত: প্রতারণার ফাঁদ পেতে থাকে তারা। প্রাথমিকভাবে আসামীরা জানিয়েছেন যে, তারা ১০/১১ মাস ধরে এসব প্রতারণা করে আসছেন। এদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতারণার শিকার দুই ভুক্তভোগী সংবাদ সম্মেলনে জানান, পান্থপথের ক্রাউন চেম্বার এবং আরটেক নামে দুটি প্রতিষ্ঠানে তাদের নিয়ে বসানো হয়। কথা ছিল তাদের ল্যাপটপ এবং ম্যাকবুক কিনবেন আটককৃতরা। কিন্তু অফিসে নিয়ে কথা বলার এক ফাঁকে বসকে দেখানোর কথা বলে তারা জিনিস নিয়ে বেরিয়ে যান। পরে বিক্রেতা ওই অফিসে খোঁজ নিয়ে জানেন আসলে তারা ওই অফিসের কেও নন। আর এভাবেই বিক্রেতারা প্রতারণার শিকার হয়েছেন।
This post was last modified on এপ্রিল ৬, ২০১৫ 10:04 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৬ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…