এক মনভোলানো ফাঁদের নাম কলস গাছ!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পৃথিবীতে কত রকমের গাছ রয়েছে তা গুণে শেষ করা যাবে না। এমনই এক মনভোলানো ফাঁদের গাছ যার নাম কলস গাছ। উদ্ভিদ এরকম ফাঁদ হতে পারে তা ভাবাও যায় না।

অদ্ভূত হলেও বাহারি তার দেহ সৌষ্ঠব কলস উদ্ভিদ আসলে মনভোলানো ফাঁদের অপর নাম। এই সৌন্দর্য দিয়ে ভুলিয়েই ছোটখাটো পোকাদের ফাঁদে ফেলতে ওস্তাদ এই উদ্ভিদ।

এই কলস উদ্ভিদের ইংরেজি নাম হলো পিচার প্ল্যান্ট। বাংলায় এটিবে কলস উদ্ভিদ অথবা কলসগাছ নামেও পরিচিত। পাতাগুলো কলসের মতো দেখতে হওয়ায় এটির এমন নামকরণ করা হয়েছে। আসলে কলস এক ধরনের মাংসাশী উদ্ভিদ। প্রায় ৮০ প্রজাতির কলস উদ্ভিদ রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই উদ্ভিদ পাওয়া যায়। যেমন দক্ষিণ আমেরিকা, মাদাগাস্কার, মালয়েশীয়া, শ্রীলংকা, ভারতসহ বিভিন্ন দেশে নানা প্রজাতির কলস উদ্ভিদ রয়েছে। কিন্তু বাংলাদেশে কখনও কলসগাছের কথা শোনা যায়নি।

Related Post

জানা গেছে, বিভিন্ন রকম কলস উদ্ভিদের পাতাগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। তবে মূল চেহারা বা গঠন একই রকম। সবগুলোই দেখতে ফোলা কলসের মতো। আর ভেতরের অংশটা থাকে একেবারে ফাঁপা। আর পাতার মুখের কাছে এক ধরনের ঢাকনাও থাকে। তবে প্রজাতি ভেদে পাতার রং, আকার, আকৃতি নানা রকম হয়ে থাকে। দৈর্ঘ্যে ২ ইঞ্চি হতে শুরু করে ২ ফুট পর্যন্ত হতে পারে এই কলস উদ্ভিদের পাতা।

কলসের মতো পাতাই হচ্ছে কলসগাছের শিকার করার প্রধান অস্ত্র। এগুলো সাধারণত রঙিন হয়ে থাকে। কলসের সঙ্গে যুক্ত পাতাটি অনেকটা নলের মতো হয়। এই নলের শুরুতেই থাকে প্রবেশমুখ। আর প্রবেশমুখে উৎপন্ন হয় এক ধরনের মধু। নলের শেষ প্রান্ত ফাঁপা এবং পেয়ালার মতো আকৃতির হয়ে থাকে। আর এই অংশেই জমা হয় বৃষ্টির পানি।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, এর প্রবেশমুখ সবসময় খোলা থাকে। মধুর লোভে এবং রংচঙে পাতা দেখে আকৃষ্ট হয়ে বিভিন্ন পোকামাকড় পাতার ভেতরে ঢোকে। নলের ভেতরের অংশটি পিচ্ছিল হওয়ায় পোকাগুলো আর উঠতে পারে না। বরং পিছলে আরও নিচে পড়ে যায়। নলের শেষ প্রান্তে অসংখ্য শুঙ্গ থাকে; এগুলো সব পার হয়ে পোকাগুলো অবশেষে পড়ে যায় জমা হওয়া পানির ভেতরে। তারপর সেখান হতে কখনও তারা বের হতে পারে না। এরপর পরিপাকে সাহায্যকারী এক ধরনের রস বেরিয়ে এসে এবং পোকার শরীরের নরম অংশ গলিয়ে ফেলে তা উদ্ভিদের দেহে শোষিত হতে সাহায্য করে। এবং শক্ত অংশগুলো জমা হয় কলসির নিচের অংশে। এভাবেই ফাঁদে ফেলে শিকার ধরে এই আজব ধরনের উদ্ভিদ কলস। এই কলস উদ্ভিদ ছোট ছোট পোকামাকড় এমনকি ইঁদুর ও ব্যাঙও শিকার করে সুযোগ বুঝে। মোট কথা এর ফাঁদে যে পা দেয় তার আর রক্ষা থাকে না।

This post was last modified on জুলাই ২৪, ২০২১ 7:06 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এসসিবি-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩: ‘সেরা কৃষি প্রতিষ্ঠান’ স্বীকৃতি পেলো আইফার্মার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যান্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩- এর…

% দিন আগে

দেশের জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি: বলুনতো এটি কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রীর ছোটবেলার…

% দিন আগে

ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র: গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে

মাছ ধরার এক অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৬ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ডায়াবেটিস রোগিরা ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ইনস্ট্যান্ট নুডলস’ স্বাদে মিষ্টি না হলেও এই ধরনের খাবারে শর্করার…

% দিন আগে