দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশী চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ নিউইয়র্ক ছাড়িয়ে এবার সিডনিতে পৌঁছে গেছে। বিদেশেও ব্যাপত প্রশংসা পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত এই চলচ্চিত্রটি।
শিহাব শাহীন পরিচালিত চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ব্যাপক প্রশংসা পাচ্ছে। ছবিটি নিউইয়র্কের পর এখন দেখবেন অস্ট্রেলীয়ার সিডনির দর্শকরা। জানা গেছে, আগামী ২৪ মে রবিবার সন্ধ্যা ৬টায় সিডনির হার্সভিল গ্রেটার ইউনিয়ন সিনেমা হলে ‘ছুঁয়ে দিলে মন’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রদর্শনীর এই আয়োজন করেছে সিডনির ট্রিও ফিল্ম ইন্টারন্যাশনাল।
‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রটি আরেফিন শুভ ও মম জুটির প্রথম চলচ্চিত্র। সম্পূর্ণ রোমান্টিক ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্রটি। এতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, ইরেশ জাকের, সুষমা সরকার, মাহমুদুল হাসান মিঠু, নওশাবা প্রমুখ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ধ্বনিচিত্র এবং মন ফড়িং।
সিনেমাটি বাংলাদেশে প্রায় ৪ সপ্তাহ ধরে বিভিন্ন হলে চলার পর গত ৯ মে নিউইয়র্কের বম্বে থিয়েটারে এটির সফল প্রদর্শনী হয়। ‘ছুয়ে দিলে মন’-এর গানগুলো বেশ শ্রোতাপ্রিয়। গানগুলো গেয়েছেন- তাহসান, হাবিব ওয়াহিদ, কণা, শাকিলা, ইমরান, শাওন প্রমুখ। সঙ্গীত পরিচালনায় সাজিদ সরকার। গানগুলো লিখেছেন- মারজুক রাসেল, শাহান কবন্ধ, সোমেশ্বর অলি, সাজু খাদেম প্রমুখ।
উল্লেখ্য, সিডনির আয়োজকরা আশা করছেন যে, সিডনিতে প্রথম প্রদর্শনীর পর সিনেমাটি মেলবোর্ন, ক্যানবেরা, পার্থ ও এ্যাডেলাইডে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
This post was last modified on মে ১৯, ২০১৫ 12:42 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৯ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি আপনি হৃদরোগের থেকে দূরে থাকতে চান তাহলে ভরসা রাখতে…