আজ পবিত্র রজনী ‘শবে বরাত’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মুসলিম ধর্মের সেই পবিত্র রজনী ‘শবে বরাত’। আজকের এই সৌভাগ্যের রজনীতে প্রতিটি মুসলমান মহান সৃষ্টিকর্তার করুণা প্রার্থনা করবেন।

‘শব’ ফারসি শব্দ, এর অর্থ রাত, আর ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। এই দুটি শব্দ নিয়েই ‘শবে বরাত’, অর্থাৎ সৌভাগ্যের রজনী। আর আরবিতে একে বলা হয় ‘লাইলাতুল বরাত’।

আজ মঙ্গলবার ১৪ শাবান। আজ দিবাগত রাতটিই পবিত্র শবে বরাত। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের নিকট অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত রাত। মহান আল্লাহ তাবারক তাআলা এই রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুল-ভ্রান্তি, পাপ-তাপের জন্য গভীর অনুশোচনায় মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। নফল নামাজ, জিকির-আজকার, পবিত্র কোরআন তিলাওয়াত ও ইবাদত বেন্দগীর মধ্যদিয়ে বিনিদ্র রাত কাটিয়ে বিনম্র প্রার্থনা করেন- সামনের জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের। একই সঙ্গে প্রয়াত আত্মীয়-স্বজনসহ চিরবিদায় নেওয়া মুসলিম নর-নারীর কবর জিয়ারত করে তাঁদের রুহের মাগফিরাতও কামনা করেন।

Related Post

পাড়া-মহল্লার মসজিদগুলোতেও সন্ধ্যার পর হতেই মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনেকে গভীর রাত পর্যন্ত ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন। আবার কেও কেও শেষ রাতে সেহির খেয়ে পরদিন নফল রোজা রাখেন। শাবান মাসের পরেই আসে পবিত্র মাহে রমজান মাস। আর তাই মুসলমানদের কাছে শবে বরাত মূলত রমজানের আগমনী বার্তা বয়ে আনে। এই শবে বরাতের মধ্যদিয়েই মূলত শুরু হয় রমজান মাসের সিয়াম সাধনার প্রস্তুতি।

বাঙালি সমাজে শবে বরাতের একটি আনন্দঘন সামাজিক দিকও রয়েছে। এদিনটিকে উপলক্ষ করে মুসলমানদের বাড়িতে সাধ্যানুযায়ী নানা রকম হালুয়া, পায়েস, রুটিসহ উপাদেয় খাবার রান্না করা হয়। শবে বরাতের সুজির হালুয়া, সোলার ডালের হালুয়া ও বরফি আমাদের গ্রাম বাংলার ইতিহাসে এক অমর হয়ে আছে। আজকের এই দিনে এসব খাবার আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর বাড়িতে দেওয়া হয়। এসব হালুয়া-রুটি গরিব-দুঃখীর মধ্যেও বিতরণ করা হয়।

অনেকে মুক্ত হস্তে দান-খয়রাত করে থাকেন। বরাবরের মতোই শবে বরাতের পরদিন অর্থাৎ কাল বুধবার সরকারি ছুটি থাকবে। দিনটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রাতব্যাপী ওয়াজ মাহফিল, দোয়া এবং বিশেষ মোনাজাতের আয়োজন করেছে। পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক বাণীতে দেশের শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেছেন।

This post was last modified on জুন ১, ২০১৫ 8:36 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

কোটি টাকার তক্ষক বনাম সাপের ভয়ংকর যুদ্ধে জিতলো কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…

% দিন আগে

শীতের বেলায় গ্রামের প্রকৃতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…

% দিন আগে

মোটা হলে ব্রণ হতে পারে! ফলে-শাকেই তার ক্ষয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…

% দিন আগে

স্যামসাং নিয়ে এলো দূর্দান্ত এআই সুবিধাযুক্ত নিও কিউএলইডি ৮কে টিভি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…

% দিন আগে

ভিটামিন বি১২-এর অভাবে রক্তাল্পতা ও দেখা দেয় স্নায়ুর রোগও!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…

% দিন আগে

আজিমপুর কবরস্থানে শায়িত হলেন প্রবীর মিত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…

% দিন আগে