দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৫৭ তম ওভারের খেলার মধ্যদিয়ে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায়।
বাংলাদেশ-ভারত ফতুল্লা টেস্ট ম্যাচের প্রথম দিন ভারত শূণ্য উইকেটে করেছিল ২১৮ রান। এরপর গতকাল দ্বিতীয় দিন মাঠে নামার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়। সকাল থেকে ছিল মুষলধারে বৃষ্টি। আজ আবহাওয়া মোটামুটি ভালো থাকায় খেলা নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হয়েছে। এখন বাংলাদেশের একমাত্র টার্গেট ইউকেট। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
সর্বশেষ স্কোর: কোন ইউকেট না হারিয়ে ভারত ২৪৩ রান করেছে।