দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের সুযোগ। বাংলাদেশ-ভারত দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আজ বেলা ৩টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। প্রথম ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে।
বাংলাদেশ প্রথম ওয়ানডেতে ভারতকে উড়িয়ে দিয়ে এই মুহূর্তে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। আজ দ্বিতীয় ওয়ানডে জিতলে এক ম্যাচ হাতে থাকতেই ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত হবে বাংলার টাইগারদের। আর তাই এটাকে ঐতিহাসিকই বলা চলে। কারণ হলো ভারতের বিপক্ষে গত ওয়ানডেসহ এ পর্যন্ত বাংলাদেশ চার ম্যাচ জিতলেও কখনও সিরিজ জেতেনি। এবার সাকিব-তামিম-মাশরাফিদের সামনে সে উজ্বল সম্ভাবনা রয়েছে।
টেস্ট ম্যাচে বাংলাদেশের কিছু দুর্বলতা থাকলেও বর্তমানে ওয়ানডেতে বাংলাদেশ এখন সেরাদের তালিকায় চলে এসেছে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে সে কথা বলেছেন। ঘরের মাঠে টানা ৯টি ওয়ানডে জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৫-০, পাকিস্তানকে ৩-০ তে ‘হোয়াইট ওয়াশ’ করার পর ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা। আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশ প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়েছিল, এবার ভারতের বিপক্ষেও প্রথম ওয়ানডেতেও জয় হয়েছে ৭৯ রানে!
এখন বাংলাদেশ শুধু সিরিজ জয়ের স্বপ্ন দেখছে। কারণ আজকের ম্যাচে সে সুযোগটি বাংলাদেশের একেবারে দোরগোড়ায়। টাইটাররা আজ তাই নিজেদের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। তাদের সামনে বর্তমানে একটিই স্বপ্ন সিরিজ জেতা। অপরদিকে ভারত বেশ চাপের মধ্যে থেকে খেলবে আজ। কারণ প্রথম ম্যাচে হেরে তারা এই চাপের মধ্যে পড়েছে।
বাংলাদেশ-ভারত প্রথম ওয়ানডেতে ৭৯ রানের জয়টি ভারতের বিপক্ষে যেমন সবচেয়ে বড় ব্যবধানের জয়, ঠিক তেমনি ৩০৭ রানও বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ বটে। প্রথমম্যচে উদ্বোধনী জুটিতে এসেছে শতরান। ভারতের বোলারদের এক হাত দেখিয়ে ৭৯ বলেই ১০০ রান পূরণ করেন দুই বাঁহাতি ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার।
আজ প্রাকৃতিক দুযোগয় বৃষ্টি যদি বাধা হয়ে না দাঁড়ায় তাহলে বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের মাটিতে সেরা পারফরমেন্স করে বিশ্ববাসীকে আরেকবার দেখিয়ে দেবে- যে বাংলাদেশ এখন অনেক শক্তিশালী। আমরা দর্শকরাও চেয়ে রইলাম সেই কাঙ্খিত জয় দেখার মানসে।
This post was last modified on জুন ২১, ২০১৫ 12:56 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…