দি ঢাকা টাইমস ডেস্ক ॥ জয়ের জন্য ৪০১ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ধীরস্থীরভাবে শুরু করেছিলেন জিম্বাবুয়ের দুই ওপেনার ভুসি সিবান্দা ও রেগিস চাকাভা। ব্যাট হাতে দুই ইনিংসেই অর্ধশতকের ইনিংসের পর বল হাতেও জিম্বাবুইয়ান শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান।
তাঁর দুর্দান্ত বোলিংয়ে ৬৬ রান সংগ্রহ করতেই প্রথম দুইটি উইকেট হারায় স্বাগতিকরা। ২২ রান করে ফিরে যান চাকাভা। পাঁচ ওভার পরে আরেক ওপেনার সিবান্দার উইকেটটাও তুলে নেন এই সাকিব আল হাসান। ৩২ রান করে সাজঘরের পথ ধরেন সিবান্দা।
তৃতীয় উইকেটে ৩০ রানের ধৈর্য্যশীল জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর ও হ্যামিল্টন মাসাকাদজা। এই জুটি খুব বেশি বিপদজনক হয়ে ওঠার আগেই টেলরকে সাজঘরমুখী করেছেন জিয়াউর রহমান। ১০ রান করে ফিরে গেছেন টেলর। এরপর ম্যালকম ওয়ালারের উইকেটটি তুলে নেন অভিষিক্ত এই ডানহাতি বোলার। আজ চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৩৮ রান।
জয়ের জন্য এখনো ২৬৩ রান প্রয়োজন জিম্বাবুয়ের। অন্যদিকে বাংলাদেশের চাই আর ছয় উইকেট। দিনশেষে ৪৬ রান করে অপরাজিত আছেন হ্যামিল্টন মাসাকাদজা।
এর আগে আজ চতুর্থ দিনে ৯ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশের অধিনায়ক। ৯৩ রান করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক মুশফিকুর রহিম।
ছবিঃ এপি