দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সঙ্গীত জগতের দুই শিল্পী পলাশ ও রিজিয়ার এ্যালমাব বের হচ্ছে দীর্ঘ ১৫ বছর পর। ‘বলবো তোকে ভালোবাসি’ নামে এই এ্যালবামটি বাজারে আসবে এবারের ঈদে।
সঙ্গীত জগতের দুই শিল্পী পলাশ ও রিজিয়ার এ্যালমাব বের হচ্ছে দীর্ঘ ১৫ বছর পর। ‘বলবো তোকে ভালোবাসি’ নামে এই এ্যালবামটি বাজারে আসবে এবারের ঈদে।
নব্বই দশকের পুরোটা সময় জুড়ে তাদের গানে মেতেছেন শ্রোতারা। ১৫০টিরও বেশি অ্যালবামে একসঙ্গে গান করেছেন পলাশ ও রিজিয়া। মাঝে ১৫ বছর গ্যাব ছিল তাদের মধ্যে। অডিও জগতে এই ডুয়েল এ্যালবাম রেকর্ড করে তাতে কোনো সন্দেহ নেই। শুধু এ্যালবামে নয়, স্টেজেও একসঙ্গে গান পরিবেশন করে শ্রোতাদের মাতিয়েছেন এই তারকা সঙ্গীত জুটি দীর্ঘদিন যাবত। তবে অডিও ইন্ডাস্ট্রির পরিস্থিতি খারাপ হওয়াসহ বিভিন্ন কারণে আর একসঙ্গে গান করা হয়নি প্রায় ১৫ বছর। বিচ্ছিন্নভাবে গান করলেও আগের মতো করে সেভাবে এ্যালবামে পাওয়া যায়নি এই জুটিকে।
জানা গেছে, এ্যালবামে ৮টি গান থাকছে। গানের কথা লিখেছেন ও সুর করেছেন শামীম মাহমুদ। সঙ্গীতায়োজন করেছেন সোহেল আজিজ। গানগুলো হলো- ‘বাউন্ডুলে হবো’, ‘বলবো তোকে ভালোবাসি’, ‘মন শহরে’, ‘প্রেমের ইস্টিশন’ প্রভৃতি। আয়োজকরা মনে করছেন, সব গানই দ্বৈত কণ্ঠে গাওয়া। রমজানের মাঝামাঝিতে এ্যালবামটি বাজারে আসবে বলে জানা গেছে।
This post was last modified on জুলাই ১, ২০১৫ 6:39 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…