দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ আসলে টিভি অনুষ্ঠানে বড় পর্দার অভিনেতাদের আগমন ঘটে। এবারও তার ব্যতিক্রম নয়। এবারের ঈদেও মৌসুমী-ফেরদৌসের অনুষ্ঠান রয়েছে।
চ্যানেল আই ঈদ উপলক্ষে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। ইতিমধ্যে অনুষ্ঠানটির কাজও হয়ে গেছে। এবারও চিত্রনায়িকা মৌসুমী ও প্রিয়নায়ক ফেরদৌসকে নিয়ে একটি আড্ডার অনুষ্ঠান করা হচ্ছে। ইতিমধ্যেই রাঙামাটি ঘুরে এসেছেন চিত্রনায়িকা মৌসুমী ও প্রিয়নায়ক ফেরদৌস। পাহাড়ি কন্যা রাঙামাটির বিভিন্ন মনোরম নৈসর্গিক পটভূমিতে মৌসুমী ও ফেরদৌস কাটিয়েছেন সকাল হতে সন্ধ্যা পুরো একটি দিন। এটি নিয়েই তৈরি হয়েছে ঈদের অনুষ্ঠান ‘একদিন সারাদিন’।
দুই তারকার ঈদ আড্ডায় মৌসুমী ও ফেরদৌস তাদের চলার পথের বিভিন্ন ঘটনা, জুটিপ্রথা, সিনেমা জগৎ এবং স্মৃতিজাগানিয়া কিছু বিষয় নিয়েও কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে এই দুই তারকা অভিনীত নতুন কয়েকটি ছবির প্রসঙ্গও রয়েছে তাদের আড্ডায়। আবার আড্ডার ফাঁকে ফাঁকে তাঁরা কথা বলেছেন নতুন ছবির আনকোরা বেশকিছু গান নিয়েও।
চ্যানেল আইয়ের ঈদ উৎসবের এই অনুষ্ঠান ‘একদিন সারাদিন’ কথা, আবৃত্তি, গান, লোকেশন নিয়ে সাজানো এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে। আবদুর রহমানের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটির চিত্রগ্রহণ করেছেন জেড এইচ মিন্টু।
This post was last modified on জুলাই ৪, ২০১৫ 11:50 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…