দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইবিএম এবার উদ্ভাবন করলো দ্রুতগতির চিপ। স্মার্টফোন হতে নভোযান সবখানেই ব্যবহার করা যাবে এই শক্তিশালী ও দ্রুতগতির চিপ।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এমনই একটি শক্তিশালী ও দ্রুতগতির চিপ উদ্ভাবন করা হয়েছে যেটি স্মার্টফোন হতে নভোযান সবখানেই ব্যবহার করা যাবে। এই দ্রুতগতির চিপ উদ্ভাবন করেছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস করপোরেশন আইবিএম। গত বৃহস্পতিবার ঘোষণা দেওয়া এই চিপটি সম্পর্কে আইবিএম বলেছে, এটি স্মার্টফোন হতে শুরু করে স্পেসক্রাফট পর্যন্ত সব ধরনের যন্ত্রের কম্পিউটিংয়ের শক্তি বাড়াতে সক্ষম।
জানা গেছে, আইবিএমের তৈরি এই চিপটি প্রথম সাত ন্যানোমিটারের চিপ, যার মধ্যে ২০ বিলিয়ন ক্ষুদ্র সুইচ বা ট্রানজিস্টর রয়েছে। এটি কম্পিউটিংয়ের পাওয়ার বাড়াতে সাহায্য করে।
আইবিএম’র দাবি, নতুন এই চিপটি ভবিষ্যতের ক্লাউড কম্পিউটিং এবং বিগ ডেটা সিস্টেমের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।
তাদের দাবি, এই চিপ উদ্ভাবনে ৩শ’ কোটি মার্কিন ডলার খরচ হয়েছে। স্যামসাং, গ্লোবাল ফাউন্ড্রিস এবং স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের গবেষকেরা এই চিপ উদ্ভাবনের সঙ্গে যুক্ত।
This post was last modified on আগস্ট ৫, ২০১৮ 10:43 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…