The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আইবিএম উদ্ভাবন করেছে দ্রুতগতির চিপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইবিএম এবার উদ্ভাবন করলো দ্রুতগতির চিপ। স্মার্টফোন হতে নভোযান সবখানেই ব্যবহার করা যাবে এই শক্তিশালী ও দ্রুতগতির চিপ।

IBM developed high-speed chip

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এমনই একটি শক্তিশালী ও দ্রুতগতির চিপ উদ্ভাবন করা হয়েছে যেটি স্মার্টফোন হতে নভোযান সবখানেই ব্যবহার করা যাবে। এই দ্রুতগতির চিপ উদ্ভাবন করেছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস করপোরেশন আইবিএম। গত বৃহস্পতিবার ঘোষণা দেওয়া এই চিপটি সম্পর্কে আইবিএম বলেছে, এটি স্মার্টফোন হতে শুরু করে স্পেসক্রাফট পর্যন্ত সব ধরনের যন্ত্রের কম্পিউটিংয়ের শক্তি বাড়াতে সক্ষম।

জানা গেছে, আইবিএমের তৈরি এই চিপটি প্রথম সাত ন্যানোমিটারের চিপ, যার মধ্যে ২০ বিলিয়ন ক্ষুদ্র সুইচ বা ট্রানজিস্টর রয়েছে। এটি কম্পিউটিংয়ের পাওয়ার বাড়াতে সাহায্য করে।

আইবিএম’র দাবি, নতুন এই চিপটি ভবিষ্যতের ক্লাউড কম্পিউটিং এবং বিগ ডেটা সিস্টেমের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।
তাদের দাবি, এই চিপ উদ্ভাবনে ৩শ’ কোটি মার্কিন ডলার খরচ হয়েছে। স্যামসাং, গ্লোবাল ফাউন্ড্রিস এবং স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের গবেষকেরা এই চিপ উদ্ভাবনের সঙ্গে যুক্ত।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...