গাছ থেকে ঝরে পড়ছে টাকা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাছ থেকে পড়ছে টাকা! এমন কথা শুনে হয়তো আশ্চর্য হচ্ছেন। কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। সত্যিই এমন একটি ঘটনা ঘটেছে জার্মানিতে।

ঘটনাটি ঠিক এমন- লোকজন রাস্তা ধরে হাঁটছিলেন। হঠাৎ দেখতে পেলেন পাশের একটি গাছের উঁচু ডাল থেকে মরা পাতা ঝরে পড়ছে। কাছে গিয়ে তো রীতিমতো তাদের চোখ ছানাবড়া। এতো দেখি মরা পাতা নয়, ৫০ ইউরোর নোট! একটি দুটি নয়, বহু। সব মিলিয়ে ২ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ হবে, যা টাকায় এক কোটি ৫৬ লাখ মতো।

জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মিরোতে গত শনিবার গাছ থেকে টাকা ঝরে পড়ার ঘটনা ঘটে। হ্যামবুর্গভিত্তিক সংবাদমাধ্যম এনডিআরের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের ইউপিআই বলেছে, গাছের দুই ডালে লুকিয়ে রাখা ব্যাগ হতে ইউরোর নোটগুলো ঝুরঝুর করে পড়তে থাকে। ব্যাগটি আটকে রাখা একটি ইলাস্টিক ভেঙে যাওয়ার কারণে নোটগুলো নিচে পড়ে যায়।

Related Post

ওই স্থানটি মূলত ছুটি কাটাতে যাওয়া পর্যটকদের তাঁবু খাটানোর স্থান হিসেবে বেশি জনপ্রিয়। জায়গাটির মালিক এসে দাবি করলেন, এই ইউরোর নোটগুলো তাঁর। তবে কর্তৃপক্ষ মালিকানা কার, তা নিশ্চিত করতে পারেনি এখনও। এই সম্পত্তিতে থাকা একটি কুটিরে সম্প্রতি আগুন ধরে যায়, আর এই ঘটনার সঙ্গে ইউরোর বিষয়টিও সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।

বলা হয়েছে যে, এসব অর্থ পেয়ে যারা পুলিশের হাতে পৌঁছে দিয়েছে, তাদের ৬ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। আগামী ৬ মাসের মধ্যে যদি সত্যিকার মালিক খুঁজে পাওয়া না যায়, সেক্ষেত্রে তাদের হাতে পুরো টাকাটাই দিয়ে দেবে স্থানীয় পুলিশ। তবে ঘটনাটি যায়ই হোক এমন টাকা ঝরে পড়ার ঘটনা আগে কখনও দেখা না গেলেও এবার দেখা গেলো!

This post was last modified on জুলাই ১৩, ২০১৫ 11:51 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

চমক দেখাতে আসছে ‘পুষ্পা-২’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা-২’।…

% দিন আগে

পাহাড়ি রাস্তায় লাফিয়ে চলা মেয়েটির ছবিতে কী কী পরিবর্তন আছে তা বলতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় আমরা অনেকেই এমন খেলা খেলেছি।…

% দিন আগে

সিলেটের সাদা পাথর: এক অপার প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৪ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরমে করলার সঙ্গে কয়েকটি খাবার খেলে উপকার পাবেন না: কোন সেই খাবার?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি করলা খেলে সুস্থ থাকে শরীর। তবে সঙ্গে বা…

% দিন আগে

হুমকির মুখে সফটওয়্যার এবং স্টার্টআপ খাতের উদ্যোগ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই বছরের জুন মাসে শেষ হচ্ছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সার্ভিস…

% দিন আগে

এবার মিউজিক ভিডিওতে তোরসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহ আবদুল করিম এবং হাসন রাজার ভাটির দেশ থেকে ইট-পাথরের…

% দিন আগে