দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নজরদারি দুই দশক ধরে। ব্রিটিশ দৈনিক ‘দ্য টাইমস’-এ তথ্য প্রকাশ করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নজরদারি দুই দশক ধরে। ব্রিটিশ দৈনিক ‘দ্য টাইমস’-এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গত শনিবার পত্রিকাটির এক খবরে বলা হয়, ১৯৯০ এর দিকে পুতিন যখন সেন্টপিটার্সবার্গের মেয়র নির্বাচিত হয়েছিলেন তখন থেকেই মার্কিন গোয়েন্দারা তার ওপর নজরদারি শুরু করে।
খবরে বলা হয়, মস্কোয় নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র স্টেশন চিফ রিচার্ড পামারের উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস আরও জানায় যে, ‘রাষ্ট্রীয় যে লুটপাট হয়েছে পুতিন ছিলেন তার অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি কয়েক বছর ধরে এতে জড়িত ছিলেন।’ ১৯৯৯ সালে মার্কিন কংগ্রেসের একটি কমিটিতে দেওয়া বিবৃতিতে এই কথা বলেছিলেন পামার।
কিন্তু পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়, পুতিনের বিষয়ে নানা রকম গুপ্তচরবৃত্তি করলেও প্রকৃতপক্ষে তার সহায়-সম্পত্তির পরিমাণ এবং সেগুলোর অবস্থান সম্পর্কে প্রকৃত তথ্য খুব সামান্যই জানতে পেরেছে গোয়েন্দারা।
This post was last modified on আগস্ট ১, ২০১৮ 9:24 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…