দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কেক কেটে, আত্মীয় স্বজনদের দাওয়াত করে জন্মদিন পালনের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে চীনে! ৭০-এর কম বয়সীদের সেদেশে জন্মদিন পালন নিষিদ্ধ করা হয়েছে।
যাদের বয়স ৭০-এর কম তাদের জন্যে এটি একটি দু:খবর বলতে হবে। কারণ সম্প্রতি চীনে ৭০-এর কম বয়সীদের সেদেশে জন্মদিন পালন নিষিদ্ধ করা হয়েছে। তবে যাদের বয়স ৭০-এর চৌকাঠ পেরিয়ে গেছে, তারা আরও একবার স্ফূর্তিতে মেতে ওঠার সুযোগ পাবেন।
চীনের এক কাউন্টি নিষিদ্ধ করলো জন্মদিন উদযাপন। তবে সেটি সবার জন্যে নয়। যাদের বয়স ৭০-এর নিচে নিষেধাজ্ঞা শুধু তাদের জন্যেই। এমন একটি সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ হিসেবে বলা হয়েছে যে, জন্মদিনের পার্টিতে অযথা খরচের জন্যে অর্থনৈতিক চাপ বাড়ছে সম্প্রদায়ের উপর, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে যারা ৭০-এর কোঠায় পা রেখেছেন, তাদের জন্যে নিষেধাজ্ঞা না থাকলেও রয়েছে একটি ছোট্ট শর্ত। দশ বছরে মাত্র একবার ব্যাঙ্কোয়েট ভাড়া করে জন্মদিন পালন করতে পারবেন। এমন আজব নিয়ম চালু করা হয়েছে চীনের উত্তর-পূর্ব সেজুয়ান প্রভিন্সের তোংজিয়াং কাউন্টিতে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে, কাউন্টি কর্মকর্তারা মনে করেন জন্মদিন পালন করতে গিয়ে খাওয়া খরচ বাবদ এক একটি পরিবারকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। তার সঙ্গে অনিচ্ছাকৃত চাপ পড়ে অতিথিদের উপরেও। বার্থডে পার্টিতে তো আর খালি হাতে যাওয়া সম্ভব হয় না। যে কারণে এই ধরনের বেগার খরচ বাঁচানোর জন্যেই নাকি এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে!