দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনে স্মরণকালের ভয়াবহতম বিস্ফোরণের ঘটনার ৩০ ঘণ্টা পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। শুক্রবার সকালে ১৯ বছর বয়সী দমকলকর্মী ঝাউতিকে উদ্ধার করা হয়।
চীনে স্মরণকালের ভয়াবহতম বিস্ফোরণের ঘটনার ৩০ ঘণ্টা পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। গতকাল শুক্রবার সকালে ১৯ বছর বয়সী দমকলকর্মী ঝাউতিকে উদ্ধার করা হয়।
চীনে স্মরণকালের ভয়াবহতম রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। অপরদিকে হাজার হাজার অধিবাসী তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। উদ্ধারকৃত দমকলকর্মী ঝাউতিকে তিয়ানজিনের তেদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
তিয়ানজিনের অগ্নিনির্বাপণ দলের প্রধান জানান, বিধ্বস্ত এলাকা হতে এখনও কালো ধোঁয়া উড়ছে। ১২ শতাধিক দমকলকর্মী এখনও আগুন নেভানোর কাজ করছেন।
মৃতদেহ বাড়ার সঙ্গে সঙ্গে বাস্তুহীন অধিবাসীরা সরকারি তাঁবু অথবা আত্মীয়স্বজনের বাসা-বাড়িতে আশ্রয় নিচ্ছেন। বৃহস্পতিবারে প্রায় ৬ হাজার অধিবাসী আশ্রয়শিবিরে আশ্রয় নিয়েছেন।
উল্লেখ্য, চীনে গত বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে বিকট শব্দে পর পর দুটি বিস্ফোরণ ঘটে। রাসায়নিক দাহ্য পদার্থ থাকায় ওই বিস্ফোরণে ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়।
দেখুন বিস্ফোরণের ভিডিও
This post was last modified on আগস্ট ১৪, ২০১৫ 11:33 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফটের খ্যাতি রয়েছে সর্বত্র। বহু আগে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে এপ্রিল মাসের মাঝামাঝি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাসের ভিতর থাকা মহিলা কন্ডাক্টরের সঙ্গে কথা বলছেন ঝুলে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৭ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যেমন এক দিকে রয়েছে সংসারের দায়িত্ব, অপরদিকে পেশাগত জায়গায় কাজের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে হট ৫০ সিরিজের নতুন ফোন ‘ইনফিনিক্স…