দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে হরেক রকম রেকর্ডের ইতিহাস রয়েছে। আর এসব রেকর্ড বিশ্ববাসীকে হতবাক করে। এবার আরেক ব্যতিক্রম রেকর্ড হলো লম্বা জিহ্বা।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে হরেক রকম রেকর্ডের ইতিহাস রয়েছে। আর এসব রেকর্ড বিশ্ববাসীকে হতবাক করে। এবার আরেক ব্যতিক্রম রেকর্ড হলো লম্বা জিহ্বা।
আমরা জানি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেতে একজন মানুষকে বহু কষ্ট করতে হয়। দীর্ঘদিনের পরিশ্রমের ফলশ্রুতিতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পান একজন ব্যক্তি। কিন্তু এই লম্বা জিহ্বার ব্যক্তির ক্ষেত্রে ঘটেছে এর ব্যতিক্রম। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিক স্ট্যোবার্লকে স্থান করে নিতে একটুও ঘাম ঝরাতে হয়নি! তিনি জন্মগতভাবে পাওয়া জিহ্বা নিয়ে করলেন রেকর্ড।
যুক্তরাষ্ট্রের এই তরুণ নিক স্ট্যোবার্ল জন্মেছিলেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লম্বা জিহ্বা নিয়ে। এরপর তাকে কোনো পরিশ্রম করতে হয়নি। বয়সের সঙ্গে সঙ্গে তার জিহ্বাও বেড়েছে আপনা-আপনি। আর সেই সুবাদে উনি করেছেন লম্বা জিহ্বার রেকর্ড।
উল্লেখ্য, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে লম্বা জিহ্বার স্বীকৃতি পাওয়ার সময় নিক স্ট্যোবার্ল-এর জিহ্বার দৈর্ঘ্য ছিল ১০ দশমিক ১ সেন্টিমিটার!