দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উইন্ডোজ ফোন লুমিয়া এবং পিসি উইন্ডোজ ১০ এ করটানা সফটওয়্যারটি চালু ছিল। কিন্তু অ্যান্ড্রয়েডচালিত মোবাইল ফোনেও এখন থেকে করটানা ব্যবহার করা যাবে।
উইন্ডোজ এর করটানা এখন চলে এসেছে অ্যান্ড্রয়েডে। করটানা হলো একটি ডিজিটাল সহকারী সফটওয়্যার যার মাধ্যমে আপনি ভয়েস কমান্ড দিয়ে যে কোনো তথ্য জানতে পারবেন। এছাড়া ফোনে অ্যালার্ম দেওয়া, রিমাইন্ডার দেওয়া, কোন কিছু খোঁজা, অ্যাপস চালু করাসহ অনেক কাজ করতে পারবেন এর মাধ্যমে।
গুগল প্লেস্টোরে করটানা আসলেও বাংলাদেশ থেকে কেও এটি ডাউনলোড করতে পারছেন না। কারণ সব দেশের জন্য এটি উন্মুক্ত করা হয়নি। তাই আমরা আপনাকে একটি লিঙ্ক দেবো যার মাধ্যমে কোন সমস্যা ছাড়াই ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন।
করটানা ডাউনলোড করতে এই লিঙ্ক এ ক্লিক করুন।
http://www.apkmirror.com/apk/microsoft-corporation/cortana/