দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার বাংলাদেশে বিদ্যুৎ আসবে নেপাল হতে। অবকাঠামোবিষয়ক ভারতের অন্যতম ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ‘জিএমআর’ দুটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে নেপালে।
ভারতের পর এবার নেপালে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অবকাঠামোবিষয়ক ভারতের অন্যতম ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ‘জিএমআর’ দুটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে নেপালে। সেখান থেকে বিদ্যুৎ রপ্তানির জন্য বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে।
জিএমআরের বার্ষিক প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, প্রাথমিকভাবে বিদ্যুৎ রপ্তানির জন্য বাংলাদেশ সরকার এবং ভারতের বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, নেপালে জলবিদ্যুৎ কেন্দ্রের ১০ শতাংশ শেয়ার ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এবং বিশ্বব্যাংকের। আবার এরা প্রকল্পের অধিকাংশ অর্থ ধার দিচ্ছে।
উল্লেখ্য, জিএমআর নেপালে দুটি নদীতে ৬০০ এবং ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্র স্থাপন করবে। জিএমআরের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল সরকারের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে সরবরাহ লাইন স্থাপনের কাজ এগিয়ে চলেছে।
This post was last modified on আগস্ট ৩১, ২০১৫ 11:28 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…