দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে আবার সংবাদ মাধ্যম সরব হয়েছে। খবরে বলা হয়েছে, ‘পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে হামলার পরিকল্পনা ছিল ইন্দিরা গান্ধীর’!
সংবাদ মাধ্যমের খবর বলা হয়, ১৯৮০ সালে কেন্দ্রের ক্ষমতায় ফিরে এসে পাকিস্তানের পরমাণু ঘাঁটিগুলির ওপর সামরিক হামলা করতে চেয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তার উদ্দেশ্য ছিল পাকিস্তানকে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা হতে দূরে রাখা। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রকাশিত তথ্য হতে এমন তথ্য বেরিয়ে এসেছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয় যে, ১৯৮১ সালের ৮ সেপ্টেম্বর তৈরি করা ‘ইন্ডিয়াজ রিএ্যাকশন টু নিউক্লিয়ার ডেভেলপমেন্টস ইন পাকিস্তান’ শীর্ষক সিআইএ রিপোর্টে বলা হয়, ‘পাকিস্তানের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির জন্য অনেকটাই এগিয়েও গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।’
এ বছরের জুন মাসে সিআইএর ওয়েবসাইটে প্রকাশিত হওয়া ১২ পৃষ্ঠার ওই ‘ডিক্লাসিফায়েড’ রিপোর্ট অনুযায়ী দেখা যায়, পাকিস্তানের পরমাণু কর্মসূচির অগ্রগতি নিয়ে বেশ চিন্তিত ছিলেন ইন্দিরা গান্ধী। তিনি জানতে পেরেছিলেন, পরমাণু অস্ত্র তৈরি করা হতে ইসলামাবাদ বেশি দূরে নেই। কারণ হলো, সেই সময় পাক প্রশাসন অত্যন্ত দ্রুততার সঙ্গে প্লুটোনিয়াম এবং এনরিচড ইউরেনিয়াম সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছিল। আর তাই দেশের আগাম সুরক্ষা হিসাবে পাকিস্তানে সামরিক অভিযান করার কথা ভাবছিলেন ইন্দিরা গান্ধী।
সিআইএ তাদের নিজেদের রিপোর্টে লিখেছিল, ‘আগামী দু’তিন মাসে যদি পরিস্থিতি না পাল্টায় তাহলে ইন্দিরা গান্ধী হয়তো পাকিস্তানে আঘাত হানবেন।’ যদিও পাকিস্তানে হামলা করা হতে নিজেকে পরে বিরত রেখেছিলেন তিনি। এভাবেই প্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরিকল্পনার বিষয়টি সংবাদ মাধ্যমে উঠে এসেছে।