বৃষ্টি ও ঢাকার বর্তমান পরিস্থিতি নিয়ে ছড়াটি লিখেছেন সাহাদাত সাঈদ।
এ কোন শহর
সাহাদাত সাঈদ
——————-
শহর শহর ঢাকার শহর
একোন শহর ঢাকা,
এই শহরে বৃষ্টি হলেই
চলে না তো চাকা।
বৃষ্টি হলে বোঝা যায় না
এটা কি সেই ঢাকা,
নদীর মত রাস্তা-ঘাট
পানিতে সব ঢাকা।
উন্নয়নের জোয়ার দেখে
অবাক শহরবাসী,
উন্নয়নের জোয়ারে ডুবে
করে কান্না-হাসি।
এই শহরের বেহাল দশার
কবে হবে মুক্তি,
ভোগান্তি থেকে মুক্তি পেতে
হবে না কোন চুক্তি?