দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও থমকে গেলো ‘রানা প্লাজা’র মুক্তি। এদিকে বার বার মুক্তির বিপর্যয় ঘটায় ছবিটির অভিনেতী পরীমনি তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমার খালি কান্না পাচ্ছে’।
হালের সবচেয়ে আলোচিত নায়িকা পরীমনির অভিনয় জীবনের প্রথম ছবি ‘রানা প্লাজা’। ছবিটির পরিচালক হলেন নজরুল ইসলাম খান। ছবিটি নিয়ে অনেক আশা এই অভিনেত্রীর। কিন্তু বারবার দিন তারিখ পরিবর্তনের কারণে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। এ নিয়ে ভীষণ মন খারাপ পরীমনির। তিনি বললেন, ‘আমার খালি কান্না পাচ্ছে! ছবিটি মুক্তির তারিখ পিছিয়ে পড়ায় আমি কোনোভাবেই কান্না আটকে রাখতে পারছি না।’
পরীমনি বললেন, ‘আমার কাছে ‘রানা প্লাজা’ শুধুমাত্র একটি ছবি নয়। এটি আমার কাছে অনেক ভালোবাসার জায়গা। আমার জীবনের অনেক স্মৃতি আর কষ্ট এই ছবিটির সঙ্গে জড়িয়ে রয়েছে। ছবিটি যখন মুক্তির খবর শুনেছিলাম, তখন সংবাদ সম্মেলনে সাংবাদিক বন্ধুরা আমার অনুভূতি জানতে চেয়েছিলেন তখন আমার চোখ দিয়ে শুধুই পানি পড়েছে। এই ছবিটির কথা মনে করলেই আমি কান্না ধরে রাখতে পারি না। আমার কাছে ‘রানা প্লাজা’ সত্যিই অন্যরকম একটা আবেগের বিষয়।’
উল্লেখ্য, প্রায় আট মাস সেন্সর বোর্ডে আটকে থাকার পর হাইকোর্টের রায় নিয়ে গত ১১ জুলাই ছবিটি ছাড়পত্র পায়। এরপর ৪ সেপ্টেম্বর ছবির মুক্তির দিন ঠিক করা হয়। কিন্তু এতে নানা ভীতিকর দৃশ্য দেখানোর অভিযোগ করে গত ২০ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স এমপ্লয়িজ লিগের সভাপতি সিরাজুল ইসলাম। ২৪ আগস্ট শুনানি শেষে দেশে-বিদেশের প্রেক্ষাগৃহে বা অন্য যেকোনো মাধ্যমে চলচ্চিত্রটি প্রদর্শন এবং সম্প্রচারের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। যে কারণে চলচ্চিত্রটির মুক্তি আটকে যায়। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান চলচ্চিত্রটির প্রযোজক শামীমা আক্তার। তাঁর করা আবেদনের নিষ্পত্তি করে ৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেন। সে কারণে ‘রানা প্লাজা’ ছবি মুক্তির নতুন তারিখ চূড়ান্ত হয় ১১ সেপ্টেম্বর। সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ১০ সেপ্টেম্বর ‘রানা প্লাজা’র প্রদর্শনী ও সম্প্রচারের ওপর ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবার স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) দিয়েছেন। এতে করে আবারও ছবিটি মুক্তিতে অনিশ্চয়তা দেখা দেয়।
This post was last modified on সেপ্টেম্বর ১১, ২০১৫ 11:40 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…