দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নির্মাতা মধুর ভান্ডারকারের চলচ্চিত্র ‘ক্যালেন্ডার গার্লস’ নিয়ে পাকিস্তানে বিতর্ক শুরু হয়েছে। ছবিটি সেখানে নিষিদ্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, তিন বছর বিরতির পর পরিচালনায় ফিরেই বিতর্কের মুখে পড়েছেন নির্মাতা মধুর ভান্ডারকার। তার নতুন সিনেমা ‘ক্যালেন্ডার গার্লস’ পাকিস্তানে নিষিদ্ধ করা হতে পারে- এমন খবর ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সিনেমার একটি সংলাপের কারণে ৫ মডেলের গল্প নিয়ে নির্মিত ‘ক্যালেন্ডার গার্লস’ সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানে। অপরদিকে দৈনিক ইন্ডিয়ান একপ্রেস বলেছে, এখনও নিষিদ্ধ করা না হলেও সিনেমাটি নিয়ে পাকিস্তানে বেশ জটিলতার সৃষ্টি করেছে।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ ব্যাপারে মুখ খুলেছেন নির্মাতা মধুর ভান্ডারকার। তিনি বলছেন, ‘এই সিনেমা মোটেই পাকিস্তানবিরোধী নয়।’
নির্মাতা মধুর ভান্ডারকার বলেছেন যে, ‘আমাদের বলা হয়েছে, ‘ক্যালেন্ডার গার্লস’ জটিলতার মুখে পড়েছে পাকিস্তানে, কারণ স্থানীয় পরিবেশকরা সিনেমাটির ট্রেইলারে দেখানো একটি সংলাপ নিয়ে আপত্তি তুলেছেন।’
নির্মাতা মধুর ভান্ডারকার বলেছেন, ‘আমি নিশ্চিত করে বলছি, ‘ক্যালেন্ডার গার্লস পাকিস্তানবিরোধী নয়। ছবিটি কারো অনভূতিতেও আঘাত হানবে না। প্রার্থনা করছি, সেখানকার সেন্সর বোর্ড সিনেমাটি দেখবেন ও এর মুক্তির পথ খুলে দেবেন।’
জানা গেছে, এই ‘ক্যালেন্ডার গার্লস’ ৫ নবাগতা মডেলের গল্প নিয়ে নির্মিত। গল্পে এদের মধ্যে একজনকে আবার পাকিস্তানি হিসেবে দেখানো হয়েছে। সিনেমার একটি ট্রেইলারে ডায়লগে বলতে শোনা যায়, ‘পাকিস্তানি মেয়েরা বিশ্বের সব জায়গার মেয়েদের মতোই সাহসী কাজ-কর্মে অভ্যস্ত। কখনও কখনও বাকিদের তুলেনায় একটু বেশি সাহসী কাজও করেন তারা।’
ভারতীয় গণমাধ্যম মনে করছে, পাকিস্তানি নাগরিকরা সংলাপটিকে দেশটির সংস্কৃতি ও সেদেশের নারীদের জন্য অপমানজনক মনে করছেন। আর তাই দেশটিতে সিনেমাটি নিষিদ্ধ করা হতে পারে- এমন গুজব ছড়িয়ে পড়েছে।
তবে পাকিস্তানী বোর্ডের সভাপতি মোবাশির হাসান এ বিষয়ে বলেন, ‘আমরা এখনও ছাড়পত্র দেওয়ার জন্য ‘ক্যালেন্ডার গার্লস’ হাতে পাইনি। এমনকি, সিনেমাটিকে ছাড়পত্র না দেওয়ার ব্যাপারে কোনো সুপারিশও আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি।’ সব মিলিয়ে বোঝা যাচ্ছে চারদিকে শুধুই গুজব ছড়িয়ে পড়েছে।
This post was last modified on সেপ্টেম্বর ২০, ২০১৫ 10:49 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে চামড়ায় টান ধরা নতুন কোনো বিষয় নয়। তবে সমস্যা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অসতর্কতাবশত: হাত থেকে পড়ে গেলেও ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওজন কমাতে গিয়ে তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়া করলেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…