দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও বিজ্ঞানী স্টিফেন হকিং। তিনি হঠাৎ করে তার মতামত তুলে ধরে পৃথিবীর মানুষকে চমকে দেন। এবার তিনি বললেন- গ্রহান্তরের প্রাণিরা পৃথিবী দখল করবে!
বিজ্ঞানী স্টিফেন হকিং হঠাৎ করে ভবিষ্যবাণী দেন আর জগতবাসীকে চমকে দেন। তার বক্তব্যগুলো অনেকেই মেনে নিতে পারেন না। এবার বিজ্ঞানী স্টিফেন হকিং বললেন আরেক কথা। তিনি এবার গ্রহান্তরের প্রাণিদের নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যবাণী করেছেন। হকিংয়ের ভাষায়, ‘জ্ঞানে-বিজ্ঞানে আমাদের চেয়েও অনেক বেশি অগ্রসর গ্রহান্তরের প্রাণিরা (ইটি), যদি কখনও পৃথিবী ভ্রমণে ওরা চলে আসে তাহলেই ঘোরতর বিপদ। ওরা আমাদের জয় করে ওদের আজ্ঞাবহ দাস বানিয়ে রাখবে।’
বিজ্ঞানী স্টিফেন হকিং আরও বলেন, ‘আমাদের পদানত করে দুনিয়াটাকেই এরা নিজেদের কলোনি বা উপনিবেশ বানিয়ে ফেলবে। আমাদের চেয়েও অনেক অগ্রসর এই ভিন গ্রহের প্রাণিরা পৃথিবী সফরে এলে, আমাদের জন্য শুভর চেয়ে বরংচ অশুভ পরিণামই বয়ে নিয়ে আসবে। এর ফলাফল কখনই ইতিবাচক হবে না।
স্পেনের ‘এল পাইস’ (El País) পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত জ্যোতি-পদার্থবিদ অধ্যাপক স্টিফেন হকিং বলেছেন, ‘গ্রহান্তরের প্রাণিরা যদি পৃথিবী ভ্রমণে চলেই আসে, তাহলে এর ফল হবে কলম্বাস আমেরিকা মহাদেশে পা রাখার পর যেমনটা হয়েছিল অনেকটা ঠিক তেমনই। আমেরিকার আদি বাসিন্দাদের জন্য সেটি শুভ পরিণাম বয়ে আনেনি। ভিনগ্রহের এ ধরণের অগ্রসর প্রাণিরা হয়তোবা সদা ভ্রমণশীল স্বভাব যাবাববের মতো। যে গ্রহেই এরা পৌঁছাতে সক্ষম হবে, সে-গ্রহকেই পদানত করে ফেলবে। তখন সেখানেই তাদের কলোনি বা উপনিবেশ কায়েম করার জন্য লেগে থাকবে।’
বিজ্ঞানী স্টিফেন হকিং মনে করেন, গ্রহান্তরে যে আমাদের চেয়ে বুদ্ধিমান প্রাণি রয়েছে সে ব্যাপারে তাঁর মনে বিন্দুমাত্র সংশয় বা সন্দেহ নেই। তিনি বলেন, ‘আমার গাণিতিক মন বলছে, কেবল সংখ্যার বিষয়টি যদি মাথায় রাখি, তাহলে গ্রহান্তরের প্রাণির অস্তিত্ব রয়েছে মর্মে চিন্তাটা পুরোপুরিভাবে যৌক্তিক। আসল চ্যালেঞ্জটা হলো গ্রহান্তরের প্রাণিরা কেমন হবে সেটি খুঁজে বের করা।’
This post was last modified on অক্টোবর ৪, ২০১৫ 7:40 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…