দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারাবিশ্বে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে ফেসবুক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে। যেটি আগামী বছর ২০১৬ সালে সম্পন্ন হবে।
বিবিসি অনলাইনে এ খবরে বলা হয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, সারাবিশ্বে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার হাতে নেওয়া হয়েছে। সারাবিশ্বে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার জন্য মহাকাশে কৃত্রিম উপগ্রহ ছাড়া হবে।
ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ বলেছেন, ‘ফেসবুক ২০১৬ সালে মহাকাশে কৃত্রিম উপগ্রহ ছাড়ার পরিকল্পনা হাতে নিয়েছে। মূলত আফ্রিকার কিছু অংশে বিনামূল্যে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ বলা হয়েছে, ইন্টারনেট ডট অর্গ নামের ওয়েব সাইট বিনামূল্যে এই ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেবে।
তবে জুকারবার্গের এই প্রস্তাবে ঘোরতর আপত্তি জানিয়েছে ভারতসহ বেশ কিছু উন্নয়নশীল দেশ। তারা মনে করছেন যে, এসব দেশ এখন ইন্টারনেট সেবা দিয়ে অর্থ উপার্জন করছে। কিন্তু বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করলে ইন্টারনেট ব্যবসায় ধস নামবে।
উল্লেখ্য, ফেসবুক ইতিপূর্বে ড্রোন দিয়ে ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছিল। ড্রোন দিয়ে এক ধরনের তরঙ্গ নির্দিষ্ট অঞ্চলে ফেলার মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন করার কৌশল নেওয়া হয়েছিল ওই পরিকল্পনায়।
This post was last modified on অক্টোবর ৭, ২০১৫ 10:05 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…