দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আধুনিক তথ্য প্রযুক্তির আলো ছড়িয়ে পড়ছে বিশ্বময়। এবার দেশের বাজারে এসেছে পকেটে বহনযোগ্য ইন্টেলের পোর্টেবল কম্পিউটার মাত্র ১৬ হাজার টাকায়।
জানা গেছে, মাত্র ৪ ইঞ্চি আকৃতির বহনযোগ্য এই পোর্টেবল পিসিতে রয়েছে ১.৮৩ গিগাহার্জ গতির কোয়াড কোর অ্যাটম প্রসের। রয়েছে এইচডি গ্রাফিক্স। আরও আছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ।
এর সঙ্গে অতিরিক্ত ৬৪ জিবি পর্যন্ত মেমোরি কার্ড প্রয়োজনে এতে ব্যবহার করা যাবে। এই পিসিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে লাইসেন্সকৃত উইন্ডোজ ৮.১ বিং।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বুক পকেটে কিংবা হাতের মুঠোয় বহনযোগ্য এই পিসিটি এইচডিএমআই পোর্টের মাধ্যমে মনিটর অথবা টিভিতে সংযুক্ত করলেই ডেস্কটপ কিংবা ল্যাপটপের মতোই কাজ করা যাবে। ওয়াই-ফাই অথবা ব্লু-টুথ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত করা যাবে ইন্টারনেটের সঙ্গে। এতে ইউএসবি পোর্টও রয়েছে। যার মাধ্যমে অতিরিক্ত ডিভাইস সংযোগ কিংবা ডেটা আদান-প্রদান করা যাবে খুব সহজেই।
ইন্টেলের এই পোর্টেবল পিসিটি দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এছাড়াও এটি পাওয়া যাচ্ছে দেশের প্রযুক্তির সব বাজারগুলোতেও। পিসিটি ১ বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে। দাম ধরা হচ্ছে মাত্র ১৬ হাজার টাকা।
This post was last modified on অক্টোবর ৭, ২০১৫ 11:46 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি শরীরচর্চা করলে শরীর ফিট থাকে। ওজনও তখন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার এবং এয়ারমার্স ব্র্যান্ডের এআইওটি (আর্টিফিশিয়াল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৩ সালে ‘গদর’-এর সিক্যুয়েল দিয়ে বক্স অফিসে ঝড়ো ইনিংস শুরু…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, আহত ওই মধ্যবয়সি ব্যক্তির নাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১২ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অত্যাধিক গরমে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক, বদহজমের মতো নানা সমস্যাও দেখা দেয়।…