"A visitor stands at a viewing platform in the Zhangye Danxia Landform Geological Park in Zhangye, northwest Chinas Gansu province, 22 September 2012."
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বার বার রং বদলায় এমন পাহাড়ের কথা আমরা আগেই বলেছি। তবে আজ রয়েছে এক রহস্যময় রঙ্গিন পাহাড়ের গল্প! উত্তর চীনের জাঙিয়া ডানক্সিয়া প্রদেশে এই পাহাড়টির অবস্থান।
এই পাহাড়টির ভূমির রং, রংধনুর রংকেও যেনো হার মানায়। আর তাই বহু চিত্রশিল্পী এই স্থানে এসে তাদের মাস্টারপিস এর পিছনের আবরণ অঙ্কন করার জন্য নানা পরিকল্পনা করেন। এই স্থানটি কেন্দ্রীয় উত্তর চীনের গান্সু জেলায় লিঞ্জি এবং সুনান শহরের ৪০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
সংবাদ মাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, প্রায় ৬ লক্ষ বছর পূর্বে উত্তর চীনে এই জাঙিয়া ডানক্সিয়া ল্যান্ডফর্ম গঠিত হয়। জাঙিয়া ডানক্সিয়ার ভূতাত্ত্বিক গঠন হলো লাল বেলেপাথর, বিচ্ছিন্ন পীক এবং খাড়া আউটক্রোপ দ্বারা নির্মিত। দীর্ঘমেয়াদী তুষারপাত, পিলিং গলা বরফ, বায়ু এবং পানির ক্ষয় দ্বারা এই জাঙিয়া ডানক্সিয়ার ভূতাত্ত্বিক গঠনের আমুল পরিবর্তন ঘটেছে।
ওই খবরে বলা হয় যে, এটি প্রধানত: জুরাসিক ও তৃতীয় যুগের একাত্মতার সময়। আনুভূমিক এবং কম তির্যক লাল স্তর ছিল। জাঙিয়া ডানক্সিয়া প্রকৃতপক্ষে দীর্ঘদিনের বিভিন্ন পুরু লাল বেলেপাথর এবং শক্তিগুলোর মধ্যে উল্লম্ব যৌথ উন্নয়ন হতে গঠিত।
জাঙিয়া ডানক্সিয়া প্রধানত: লাল নুড়ি পাথর, বেলেপাথর এবং ভিজাপাথর দ্বারা তৈরি। সেখানে প্রায় সবসময় শুষ্ক বা আধা-শুষ্ক জলবায়ু থাকে। এখানকার আউটক্রোপগুলো খাড়া দেওয়াল, ক্রস স্তর, উল্লম্ব জয়েন্টগুলোতে চমৎকার রং দিয়ে সাজানো রয়েছে বলে মনে হয়।
খবরে আরও বলা হয়েছে, ভূতাত্ত্বিকগণ মনে করেন, জাঙিয়া ডানক্সিয়া হলো পৃথিবীর কোন এক প্রাকৃতিক দুর্যোগের ফলাফল। এই শিলাস্তরটি বিভিন্ন রং, গঠন, আকার, আয়তন এবং ঘনত্ব স্তরটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তাই বহু চিত্রশিল্পী এই স্থানে এসে তাদের মাস্টারপিসের পিছনের আবরণ অঙ্কন করার জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেন। নানা রং এই পাহাড়টিকে এক অন্যরকম সৌন্দর্যে রূপান্তরিত করেছে।
দেখুন রঙ্গিন পাহাড়টি
This post was last modified on জুলাই ১১, ২০২৪ 10:27 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৬ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১২ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৭১ সালের ২৫ মার্চ কৃষ্ণপক্ষের রাত। উত্তাল দিন শেষে সন্ধ্যা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময়ের জনপ্রিয় ফিচার ফোন নকিয়া ৩২১০ নতুন রূপে আবারও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যালার্জিক রাইনাইটিস হতে ত্বকের অ্যালার্জিও হয়ে থাকে অনেকের। ত্বক শুষ্ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া কাহিনী স্টুডিও কোন রেগুলার প্রডাকশন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাজীদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করলো সৌদি আরব। এবার দেশটি…