দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের ফেব্রুয়ারিতে কোলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ছুঁয়ে দিলে মন’। ইতিমধ্যেই বাংলাদেশের দর্শকদের মন ছুঁয়েছে শিহাব শাহীন পরিচালিত এই ছবিটি।
এবার ‘ছুঁয়ে দিলে মন’ ভারতের বাংলা ছবির দর্শকদের মন ছোঁয়ার জন্য ফেব্রুয়ারিতে প্রদর্শিত হবে। ফেব্রুয়ারি মাসে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি দেওয়া হবে এই ছবিটি। ‘ছুঁয়ে দিলে মন’ ভারত-বাংলাদেশের যৌথভাবে পরিবেশনায় রয়েছে পিয়ালি ফিল্মস এবং জিরোনা এন্টারটেইনমেন্ট।
জানা গেছে, একই সময়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কোলকাতার অপর বাংলা ছবি ‘বেলা শেষে’। সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত ছবিটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। বাংলাদেশে ছবিটি পরিবেশনায় রয়েছে এশিয়াটিক এবং জিরোনা বাংলাদেশ।
জিরোনা এন্টারটেইনমেন্ট সূত্রে জানা গেছে, ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড গত ৪ ডিসেম্বর ‘ছুঁয়ে দিলে মন’ ছবির ছাড়পত্র দিয়েছে। শুরুতে ছবিটি ১৫/২০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরে এই সংখ্যা আরও বাড়বে বলে জানানো হয়েছে।
পরিচালক শিহাব শাহীন বলেছেন, ‘ভারতের চলচ্চিত্রের বাজার এক বিশাল বাজার। সেখানে ‘ছুঁয়ে দিলে মন’ বাণিজ্যিকভাবে মুক্তি পাওয়ায় বাংলাদেশের চলচ্চিত্র বিশাল এক দর্শক শ্রেণীর নিকট পৌঁছে যাবে।’
উল্লেখ্য, ছবিটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মম, ইরেশ যাকের, আলীরাজ, মিশা সওদাগর প্রমুখ। এ বছর এপ্রিল মাসে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি। এটি প্রযোজনা করেছে এশিয়াটিক, ধ্বনি চিত্র এবং মনফড়িং।
This post was last modified on ডিসেম্বর ১৩, ২০১৫ 10:21 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, আহত ওই মধ্যবয়সি ব্যক্তির নাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১২ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অত্যাধিক গরমে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক, বদহজমের মতো নানা সমস্যাও দেখা দেয়।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর পরিচালনা পর্ষদের এক সভা ২২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে “আর্ট এক্সচেঞ্জ: মুভিং ইমেজ” প্রকল্পের আওতায় কিউরেটর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাতারের রাজধানী দোহায় ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ উপস্থিত…