দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বব্যাপি সন্ত্রাসীদের হামলার কারণে মুসলমানদের ওপর নানা ঘটনা ঘটছে। সেই প্রেক্ষাপটে সন্ত্রাসের জন্য ইসলামকে দোষারোপ করা যাবে না- এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বারাক ওবামা তাঁর দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জন্য কেও ইসলাম ধর্মকে দোষারোপ করলে, বুঝতে হবে তারা উগ্রপন্থীদের দেখানো পথেই পরিচালিত হচ্ছেন।
জাতির উদ্দেশে গত শনিবার দেওয়া নিয়মিত এক বেতার ভাষণে ওবামা মার্কিনিদের উদ্দেশ্য করে বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধকে যারা ইসলাম বনাম পশ্চিমাদের যুদ্ধ মনে করছে, তারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মতোই গোষ্ঠী।’
বারাক ওবামা সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আইএসের মতো জঙ্গিরা ধর্ম এবং পরিবেশ-পটভূমির ভিত্তিতে আমাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। আমি আবারও বলবো, পক্ষপাত এবং বৈষম্য আইএসকে সহায়তা করে ও সেটি আমাদের জাতীয় নিরাপত্তার ভিত্তিও দুর্বল করে ফেলে।’
মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানদের গির্জা এবং ইহুদি ধর্মীয় উপাসনালয় সিনাগগ কর্তৃপক্ষ স্থানীয় মসজিদগুলোর সঙ্গেও যোগাযোগ করছে। ‘যেটি স্মরণ করিয়ে দেয়, আমরা সবাই ঈশ্বরের সন্তান’। তাছাড়া কৃতজ্ঞ দেশবাসী মার্কিন সেনাবাহিনীর দেশপ্রেমিক মুসলিম সদস্যদেরও ধন্যবাদ দিচ্ছে।’
ক্যালিফোর্নিয়ার গত সপ্তাহে স্যান বার্নার্দিনোতে মুসলিম দম্পতির হামলায় ১৪ নাগরিক নিহত হওয়ার পর হতে জাতির উদ্দেশে এটি ওবামার তৃতীয় ভাষণ ছিল। প্রতিটি ভাষণেই মার্কিন প্রেসিডেন্ট পশ্চিমাদের পাশাপাশি মুসলিম বিশ্বকেও উগ্রপন্থীদের গ্রহণ না করার আহ্বান জানান।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, প্যারিস ও ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসী হামলার কারণে পাশ্চাত্যে মুসলিম বিদ্বেষ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে উদ্বেগ ও বিক্ষিপ্তভাবে মুসলমানদের ওপর কিছু প্রতিশোধমূলক ঘটনাও ঘটেছে।
বারাক ওবামা মন্তব্য করেন, ‘ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে ডেমোক্র্যাট, রিপাবলিকান, উদারপন্থী এবং রক্ষণশীল সব রাজনৈতিক আদর্শের মার্কিনরাই শক্ত অবস্থান নিয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘দেশজুড়ে মার্কিনরা তাদের মুসলিম বন্ধু, প্রতিবেশী ও সহকর্মীর প্রতি হাত বাড়িয়ে দিয়েছেন, যাতে করে তারা বুঝতে পারেন যে, একে অপরের জন্য আমরা সব সময় রয়েছি।’
টেক্সাসের সম্প্রতি এক সমাবেশে এক নারীর প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আমরা আমাদের মুসলিম প্রতিবেশীকে ভালোবাসি’। ওই স্লোগানের প্রসঙ্গ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘আমি চাই প্রতিটি মুসলিম মার্কিনী এই বার্তাটি শুনুক, যে আমরা একই আমেরিকান পরিবারের অংশ।’
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এসব মন্তব্য সাম্প্রতিক সময়ে আইএসের সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে মুসলমানদের ওপর যে নানা ধরনের নীপিড়ন নেমে এসেছে তা কিছুটা হলেও প্রশমিত করবে বলে ধারণা করা হচ্ছে।
This post was last modified on ডিসেম্বর ১৪, ২০১৫ 11:15 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটু হাঁটাহাঁটি করলেই দরদর করে ঘাম হচ্ছে। যতোদিন এগোবে, গরম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের কারণে বিশ্বব্যাপী পণ্যের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের ক্ষুদ্রতম পেসমেকারটি ছোট একটি চালের দানার মতো আকার। এতেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শিল্পী সমাজের একাংশ প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যার।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার কারণে ৫ বাংলাদেশিসহ চার শতাধিক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাছে ঝুলন্ত একটি কুমিরকে লেজ দিয়ে পেঁচিয়ে ফেলেছে এক অজগর।…