দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বহু প্রতিক্ষিত সিরিজ চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ অবশেষে সেন্সর ছাড়পত্র পেলো। প্রায় দুই মাস এই চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে আটকে ছিল।
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ ছবিটি পরিচালনা করেছেন সাফি উদ্দীন। ক্রিকেট নিয়ে কিছু বিষয় থাকায় ছবিটি ছাড়পত্র পেতে দেরি হয়েছে।
পরিচালক সাফি উদ্দীন বলেন, ‘এই ছবির গল্প ক্রিকেট নিয়ে। ছাড়পত্রের জন্য জমা দেওয়ার পর সেন্সর বোর্ড হতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দু’জন সদস্যকে ছবিটি দেখার জন্য আমন্ত্রণ জানান। ক্রিকেট বোর্ডের সদস্যরা ছবিটি দেখে একটি দৃশ্য হতে বোর্ডের লোগো অপসারণ ও ক্রিকেট ব্যাট নিয়ে মারামারির দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপনের পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী দৃশ্য সংশোধন করে তারপর আবার ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়।’
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, শহিদুল আলম সাচ্চু, মৌসুমী হামিদ, ইমন, ওমর সানীসহ প্রমুখ।
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল হতে সংবাদ মাধ্যমকে বলা হয়েছে, ডায়মন্ড ওয়ার্ল্ড নিবেদিত ছবিটি পয়লা বৈশাখে মুক্তি দেওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ বৈশাখ দর্শকরা ছবিটি দেখতে পাবেন।