দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নায়ক-নায়িকাদের বিয়ে নিয়ে খুব একটা ভাবতে হয় না। কারণ হঠাৎ করেই তারা পছন্দের মানুষ পেয়ে যান। বরং পত্র-পত্রিকার কারণে বিষয়গুলো গোপন রাখতে হয়! চিত্র নায়িকা অপু বিশ্বাসের কেমন বর পছন্দ করেন সে বিষয়টি নিয়েই এই প্রতিবেদন।
তারকারা কবে-কখন বিয়ে করবেন বা কাকে বিয়ে করবেন, এসব বিষয় নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি থাকেনা। কিন্তু তারপরও তারা নিজেদের পছন্দের কথা কাওকে প্রকাশও করেন না। হঠাৎ করেই বা গোপনে সেরে ফেলেন সেটি। কিন্তু এবার চিত্র নায়িকা অপু বিশ্বাস একটু ব্যতিক্রমি হলেন। তিনি বিয়ে করবেন সম্প্রতি তেমন খবর ছড়িয়ে পড়েছে।
তাই তিনি কবে বিয়ের পিঁড়িতে বসবেন, কাকে বিয়ে করবেন সেবিষয়গুলো জানার জন্য অপুর ভক্তরা হয়তো অপেক্ষায় রয়েছেন। অপু বিশ্বাস যদি বিয়েটা করেই ফেলেন, তাহলে কেমন বর পছন্দ তার? প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে অপু বিশ্বাস বললেন বিয়ের পরিকল্পনার কথা। তিনি বললেন ‘আমি আরও পাঁচ বছর পর বিয়ে করবো। এ বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছি।’ তাহলে কি বিয়ের পাত্রও নির্ধারণ করা রয়েছে আপনার? উত্তরে হেসে অপু বলেছেন, ‘না, তা নেই।’
তাহলে কেমন পাত্র চান আপনি? এবার ভনিতা ছাড়াই অপু বিশ্বাস উত্তর দিলেন, ‘বিয়ের পাত্রের জন্য আমার তেমন কোনো শর্ত অবশ্য নেই। শুধু চাইবো, আমার বর সুন্দর মনের একজন ভালো মানুষ ও আমার প্রতি যত্নশীল হবেন। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো, আমার বর যেই হোক না কেনো, তাকে অবশ্যই অন্যকে সম্মান জানাতে হবে। মানুষকে যারা সম্মান দিতে পারেন না, তাদের আমি সব সময় ব্যক্তিগতভাবে অপছন্দ করি।’
তবে পাত্রের চেহারা কিংবা শিক্ষাগত যোগ্যতা কেমন হবে? তেমন এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বললেন, ‘এসব নিয়ে আমার তেমন কোনো ভাবনা নেই। আমি তো আগেই বলেছি যে, আমার শর্ত একটাই, তাকে অবশ্যই সুন্দর মনের অধিকারী হতে হবে।’
তবে যায়ই হোক, বিয়ে যেদিন তিনি করবেন সেদিনেই বোঝা যাবে অপু বিশ্বাসের প্রকৃত পছন্দ কেমন।
This post was last modified on ডিসেম্বর ২৭, ২০১৫ 10:41 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…